কৌলিন্য কবি কণকভূষণ মুখোপাধ্যায় ১০ই বৈশাখ,১৩৩৪, বিরূডিহা রাত্রি ৯.৩০ পূর্ণিমা পত্রিকার চৈত্র সংখ্যায় প্রকাশিত
বল্লালী খেতাপ মারা বঙ্গ ভরা এই যে কৌলিন্য ? ব্যক্তিরে’ সে উলঙ্ঘিয়া এঁকে যায় আভিজাত্য চিহ্ন-- পুরানো বংশের ভিতে | হোক্’না সে মাতাল লম্পট না থাক ব্যক্তিত্ব তার ? বেশ্যাদাস হোক না’ সে ঠক তবুও জীবনে সেই সাফল্যের মাল্য খানি পাবে-- কিশোরী-বালার পিতা সমর্পিতে কন্যা তার ----, ওই হীন লম্পটের হাতে | দেখিবেনা ইহ-পরকাল ? কোন্ অতীত বংশের খ্যাতি চক্ষে তার আঁকি স্বপ্নজাল রচিবে কুহেলি মায়া | সমাজের ভাঙ্গেনা’ এ ভূল ! কন্যাদানি স্ফীতবক্ষ-পিতা ভাবে ধন্য মোর কূল-- -হ’ল আজ জীবন সফল | দীনতার এই আস্ফালন, সভ্যতারে আবরিয়া মনুষ্যত্বে করিছে পীড়ন,--- নারীত্বের অপমান উড়ায়’ সে কৌলিন্য-নিশান, হেরি এর ছত্রতলে ভূ’লুন্ঠিত জাতির শ্মশান ||