“মরছি কেবল মরার আগে” কবি কণকভূষণ মুখোপাধ্যায় ৪ঠা জৈষ্ঠ্য ১৩’৩৪, বিরূডিহা, দুপুরবেলা
বক্ষে আমার অশ্রুকাঁদন অসীম দহন-দুঃখ আছে, ক্লিষ্ট আমি মৃত্যুকামী অকাল মরণ আমার পাছে ! দিন-চলা মোর জীবন পথে মরছি কেবল মরার আগে, শাসছে রাজা নিদয় সাজ হৃদয় পুরে দুঃখ জাগে | গুমরে মনে বেদন-বেহাগ ব্যর্থ হীয়ার অক্ষমতা জানায় নীরব-মৌন- বানী আমার প্রিয়ার দুঃখ ব্যথা | মেয়ের পেটে নাই’ক দানা পুত্র আমার ডুকরে ওঠে, একটী ফোঁটা দুধের লাগি, পিতার চোখে অশ্রু ফোটে | পিতার প্রাণে শান্তি কোথা শিক্ষা যাহার পায়না ছেলে, গ্রাস করে যার সোনার-স্বপন দারিদ্র সে বদন মেলে | আমায় দেখে সবাই হাসে ব্যথা আমার কেউ’কি বোঝে ? বরং আমায় বিশ্রী’ দেখে সভ্য যারা, নয়ন বোঁজে | তবু’ও আমায় বাঁচতে হবে, জীবন-ব্যাপী মরণ-বয়ে ? একটু স্নেহ’ কোথায় বল ? কাটাই জীবন কেমন করে ?