আজি নয়ন তীরে --- পল্লীর গানে আঁখি দুটি মোর খালি চায় ফিরে ফিরে জৈষ্ঠের দিনে তৃণ যে সেথায় পথে বিলায়েছে মায়া মাঠের ওপর পড়িয়াছে স্নেহে আষাঢ় মেঘের ছায়া পল্লীর মেয়ে গাগরি ভরিতে চলেছে দিঘির জলে অলস চরণে আপনার মনে দু পায় তৃণেরে দলে লীলাময়ি বধু পাশে চলে তার লাজুক মহিমা নিয়া ছড়ায়ে সহজ লীলার মাধুরী পল্লীর পথ দিয়া কভু চলে ধীরে দেহ লতাটিরে সলাজ বসনে ঢাকি আবার কখনও থমকি দাঁড়ায়ে চায় মেলি দুই আঁখি দূরের পথিকে দেখিয়া ভাবে সে আসিয়াছে বুঝি প্রিয় বাতাসে উড়িছে ঐ না তাহার শুভ্র উত্তরীয় তারপর হায় ভরে হতাশায় তাহার বুকের আশা যখন হিরি সে নিকটে পথিক মিছে হোল ভালবাসা অলস কিশোরী কলস ভরিয়া সখি সাখে ফিরে ঘরে জানি না ভাই ওর কি তখন নয়নে বাদল ঝরে মনে হয় ওর আঁখিজল খালি জানে প্রিয় পরিচয় কচি বুকে তাই করিবে সে ওর প্রিয়তমে অক্ষয় উহার অশ্রুসনে --- মোর মন যেন ফিরে চলে যায় গ্রামের কুঞ্জ বনে ||