“ম্যাক্ সুইনী” কবি কণকভূষণ মুখোপাধ্যায় ১৩৩৩, ২৪শ সংখ্যা , “বিজলী” পত্রিকায় প্রকাশিত
তেজোদীপ্ত হে সন্ন্যাসী, নমি তোমা নবীন ভাস্কর ! বিশ্বে একা উদ্ভাসিয়া --- আত্মতেজে অনন্ত নির্ভর -- . দৃঢ়কন্ঠে নির্ঘোষিলে তুমি, সবাই স্বাধীন ভবে, রাজা শুধু এক প্রেমময় তাহারে যে দৃপ্ত বলে লঙ্ঘি, গাহে পশুত্বের জয় . তার শত্রু সারা বিশ্বভূমি | মোরে দিতে চাহ শাস্তি হে রাজন দীর্ঘ কারাবাস ? মুক্তি লাগি চিত্তে মম উথলে যে আনন্দ নিঃশ্বাস . জীবনের তালে তালে মোর, সহস্র লৌহের কারা সে আনন্দ নিমেষে চূর্ণায় , ততোধিক রাজশক্তি আঘাতিয়া প্রাণের ঘুর্ণায় . রুদ্র তেজে ভাবো সুপ্তি ঘোর | এক মাসে মুক্তি লব করিব না মৃত্যু-অধীনতা, বলেছিলে মুক্তকন্ঠে -- তুমি মূর্ত্ত মুক্ত মানবতা, . মুক্ত হ’লে হে বীর মহান্ | প্রজ্জ্বলন্ত আত্মা তব বিশ্বে জ্বালি প্রাণ হুতাশন গেল কোন্ মুক্তি-পথে অবেলায় ত্যাজি এ জীবন . নবশক্তি বিশ্বে করি দান |