চিন্তা করি আমি যবে কিসে হ’ল লুপ্ত মোর জ্যোতি ? আধেক জীবন আগে, আঁধারের মাঝে এই বিপুল জগতে, আর দয়ালের দান ব’ল বিফল মরণ তব লুকাইয়া প্রাণের পরতে-- মোর পাতা হ’ল মিছাই আসন, যদিও প্রবল মোর আত্মা বেগবতী তাই দিয়ে পূজিবারে মোর দেবতায়, আর চায় নিবেদিতে সত্য এই জীবনের কাজ, পাছে তিনি করেন ভৎসনা, “আলোয় বঞ্চিয়া মোরে শ্রম নেওয়া তাঁর কি কামনা” ? ব্যগ্র হয়ে শুধাই আপনি :- ধৈর্য্য কিন্তু মোর নিবারিতে অসন্তোষ, শীঘ্র করে উত্তর প্রদান, ভগবান চান্ না কখনো মানুষের কর্ম্ম, কিম্বা তার দেওয়া দান | সকলের চেয়ে যারা -- বহে তাঁর ইচ্ছার আদেশ, পূজে তাঁরে সবা চেয়ে | তিনি সারা নিখিলের একচ্ছত্র রাজা ; আজ্ঞা তার বহে কত অসংখ্য জীবন-ও, অবিশ্রান্ত চলিয়াছে গতি, স্থল আর জলধির পর, তাহারাও পূজে শুধু যারা করে দেব পরে অনন্ত-নির্ভর |