কবি কনকভূষণ মুখোপাধ্যায়ের কবিতা
*
মাতৃহারা
কবি কণকভূষণ মুখোপাধ্যায়
‘পূর্ণিমা’ পত্রিকায় প্রকাশিত ৪র্থ সংখ্যা, ফাল্গুন, ১৩৩৩

মাগো তুমি কোথায় গেলে ফাগুন দিনের বাদল বেলা
জীবন-পথে চলার আগে আপন মনে ভাঙ্ ল খেলা
.              বুক জুড়ানো স্নেহের বাণী
.              মাগো তোমার হাসি খানি
আমার বুকে লহর তুলে ভরতো মনে হরষ মেলা
আজকে তুমি মরণ-পারে বুঝি মাগো বইছ ভেলা

শুধুই তুমি দিলেনা মা আপন ছেলের একা মাতা
ব্যথাতুরের দুঃখ মুছাতে তোমার আঁচল ছিল পাতা
.              মন্টু’ পড়ে ধুলায় কাঁদে
.              জল ছাপে তার আঁখির বাঁধে
ব্যথা যে তার তুমিই জানো আর কেহ’ত বুঝবে না’তা
স্নেহের রং-এ রাঙিয়ে গেছ অবোধ শিশুর মর্ম্মঘাতা

আসবে না ‘মা আর কি কভূ খুঁজতে মোরে শিউলি বনে
আঁকবে না কি একটী চুমা আমার মুখে সঙ্গোপনে
.              বল্ বে না, ‘রে’ পাগল ছেলে
.              এখন কি আর ধূলায় খেলে
মাগো মোরে নিয়ে কোলে ভূলবেনা আপন-মনে
আজ ভূলানী পরীর দেশে ভূল্লে খোকন ধনে

যেথায় থাক মাগো তুমি আমার শিরে আশিষ দিও
আমার দুঃখের সাথে সাথে একটুখানি ব্যথা পিও
.             ভিজলে আমার কাজল আঁখি
.             আগের মতন আমায় ডাকি
দুঃখ মুছানো পরশ দিয়ে মাগো আমায়’  বক্ষে নিও
নিখিল মাঝে হায় জননী তুমিই ছিলে আমার প্রিয় ||

.                **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
আঁখি ও রূপ
কবি কণকভূষণ মুখোপাধ্যায়
‘পূর্ণিমা’ পত্রিকায় প্রকাশিত জ্যৈষ্ঠ ১৩৩৩

---- চল্লিশে”  ধরে ওরে আঁখি !
এখনো রূপের মোহ ?   জীবনের কত আর বাকি ?
অরূপের কথা হায় ভূলে গেলি মোহের-দোলায়,
চেয়ে চল্ সেই পথে শুধু যেথা সব ভূবন-ভোলায় ||

রক্ত-মাংস-মজ্জা-মেদে শরীরের বিচিত্রগঠন,
এরি মাঝে, নারী-বক্ষে মাতৃত্বের শোভে দুটী স্তন,--
রমণীর মহিমার এই দুটী মোহনিয়া রূপ ;  
কত লুব্ধ অন্ধকার, ঢেকে হায় রূপের স্বরূপ ||

.                **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
গোপন ব্যথা
কবি কণকভূষণ মুখোপাধ্যায়
কুরুক্ষেত্র পত্রিকায় প্রকাশিত

.       ছোট্ট কচি মুখ,
নিমেষে হায় ভরে’ দে যায়
.        আমার সারা বুক |
তার    -- সৃষ্টিছাড়া মিষ্টি হাসি
.        বড়ই আমি ভালবাসি
.        কান্না পেলে তাইতে আসি
.                    জুড়াই ব্যথাটুক্
.        জ্যোছ্ না জানে আমার কথা
.                    তাইতে জানাই দুখ্ |
.            ছোট্ট কচি মুখ,
.      হায়রে চপল দুষ্টু খোকা
.            পাস্ কি দুখে সুখ ?
.            খুঁজি যখন শিউলি বনে ?
.             বলিস্ কি তুই সঙ্গোপনে ?
.             মনের বনে নীল গগনে,---
.                    খুঁজবে আমার মুখ
.       তাইতেখুঁজি আকাশ জুড়ে
.                    গোপন্ ব্যথাটুক ||

.            **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
স্মৃতি-রেখা
কবি কণকভূষণ মুখোপাধ্যায়


আঁখি বিনিময় হল’ এক্ - নিমেষে
বাসিলাম ভালো তারে একটু হেসে
লুটিয়া সোহাগভরে কহিল প্রিয়া
ভালবেসো হেস’ বঁধু হৃদয় দিয়া
স্বপনে আমার মনে সজাগ থেক
আঁখি মোর ঢাকি রাখি চকিতে ডেক’
ভুলিয়া থেকনা যেন মন্ ভুলায়ে
প্রাণে প্রিয় ডাক দিও প্রাণ দুলায়ে
সাধে কিহে তব বঁধু দূরেতে থাকা ?
পরাণের ধন মোর মরমে আঁকা
কথায় কাঁপিল তার অধর কলি
আদরে সে মোর কোলে পড়িল ঢলি
ভরপুর ফুর্ ফুর্ ভোরের হাওয়ায়
মালা বিনিময় হ’ল চোখের চাওয়ায়
কূহু কূহু ডেকে গেল চপল পাখী
স্মৃতির-রেখাটি মোর মরমে আঁকি ||

.         **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
লেখা
কবি কণকভূষণ মুখোপাধ্যায়

.     ঝুমুর ঝুমুর ঝুম্  নূপুর বাজে
.      বিরহ বিধূর প্রেম স্মরণ-মাঝে
কল্ কল্ ছল্ ছল্            ধীরে বয় নদী জল
.      পাগল বিভল হ’ল কণক-রেখা
.      চুমিবারে বঁধুয়ার চরণ লেখা ||

.      বসে আছি পথভোলা নদীর বাঁকে
.      খোলো খোলো এলো চুলে কলস কাঁখে
যমুনায় ব্রজবালা              নিরালা করিয়া আলা
.      কোথা’ হে নিঠুর কালা বলিয়া ডাকে
.      হাসে বাঁকা ব্রজসখা তমাল শাখে ||

.      মম ম’ন গহনের  - মন - পিয়ারী
.      বাজাও বাঁশরী তুমি বন-বিহারী
মিলনের মধু গানে,          সুদুল মধুর তানে
.      আমায়  বাঁধিয়া নিও মাধুরী দিয়া
.      ফুলের মালাটী ঝরে শুখানো হীয়া

.      শ্যাম ধরনীর ওই আঁচল পরে
.      জীবনের নবগানে উঠেছে ভরে
জীবন যমুনাতটে           আঘাত ছলকি ওঠে
.       আজিকে প্রেমের বানে পাগল আমি
.       মুছে দাও জীবনের লেখাটী স্বামী ||

.               **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর