কবি কনকভূষণ মুখোপাধ্যায়ের কবিতা
কবি
কনকভূষণ মুখোপাধ্যায়ের
পরিচিতির পাতায় . . .
*
রই মোরা, তব হাসি চেয়ে
কবি কণকভূষণ মুখোপাধ্যায়
ওগো তারা ?
. তন্দ্রাহারা--
রহস্যের কোন্ লোকে,
পাতিয়াছ আপন আসন ?
শুভ্র’ ঐ হাসির আলোয়,
ভরিয়াছ আকাশের কোল্ ?
নীলিমার পরীরা সেথায়---
লীলাঞ্চল উড়ায়ে তাদের,
দেখি তাই, -- করে ফুল দোল |
. তাদের নীলিম্ আঁখি,
. কারে থাকি বাকি---
. কহে’ প্রিয় ?
. মোদের এ’ রূপ রেখা,
. জ্যোতিষ্মান্ পরশে তোমার :--
. ব্যথাম্লান হতাদরে তব |
. ঘনায় জীবন-পথে
. স্মরণ -- আঁধার |
প্রিয় তব কৃপণের হাসি, জাননা কি হে নিঠুর ---
শেল-সম বুকে ব্যথা হানে | তোমা লাগি
দূর সীমান্তের শেষে, পাতি নীলাঞ্চল
স্বপ্ন চারী-- রমনীর দল ; আকাশ সীমার গায়ে
রই মোরা তব হাসি চেয়ে তব প্রেমে রই মোরা চুর
ছ’ল তুমি সুন্দর ব্যথায়, চোখে আঁকি বিরহ কাজল
কত ছল শিখেছ গো সখা,
. কে’ জানে ?
. **********************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
কনকভূষণ মুখোপাধ্যায়ের
পরিচিতির পাতায় . . .
*
উদাসিনী
কবি কণকভূষণ মুখোপাধ্যায়
বিজলী পত্রিকার ৭ম বর্ষ ( ৩য় সংখ্যায় ) প্রকাশিত
দিগন্তের পানে শুধু রই আমি অনিমেষ চেয়ে
. নাহি জানি কিসের কারণ ----
নীলিমার মাঝে ওই খেলে কোন্ নামহীনা মেয়ে
. মন যেন সে করে উন্মন্ |
তাহার নীলিম্ আঁখি জানে যেন প্রকাশের ভাষা
. অধরে হাসির মধু ঝরে --
হেরিলে অসীম নভে অসীমার লভি ভালোবাসা
. রূপ ছবি ভাসে মন পরে |
মনের কানন ঘিরি মনে হয় ওরে যেন চিনি
. প্রিয়া মোর ; নাহি জানি নাম ---
আমারে উদাস্ করি ফেরে ওই চির উদাসিনী
. আজ তারে জানাই প্রণাম ||
. **********************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
কনকভূষণ মুখোপাধ্যায়ের
পরিচিতির পাতায় . . .
*
পথহারা
কবি কণকভূষণ মুখোপাধ্যায়
ঐ’ হাসে চাঁদ পিয়াল বনে
আলোর হাসি বঁধূর টানে
. কে জানে হায় উছল বায়ে
কাহার হাসির আলোর সনে ?
লহর তুলে আপন ভূলে
. করব খেলা আপন মনে ?
বাঁধনহারা হায়গো আমি
পাইনি আজো তোমায় স্বামী
. নিথর রাতের চরণ চুমি
মরছি আমি অনেক দূরে
প্রাণের মাঝে মনের মাঝে
. আরো অনেক অনেক দূরে |
প্রেমিক আমার হায়গো বঁধূ ?
কোথায় তব পরশ মধু ?
. মিলন মধুর প্রেমের দেশে
ওই নীলিমার অপর পারে
দেখাও গো পথ বন্ধু আমার
. মরণ-নদীর হেম-কিনারে |
দাও ভরে প্রাণ ব্যথার দানে
মধুর তানে তোমার গানে
. অসীম ছেয়ে মলয় বায়ে
বিশ্বমায়ের আঁচল টানি
পাগ্ লা ভোলা দাও দুলিয়ে
. প্রেমের দোলে হৃদয় খানি |
আমি পথ ভূলেছি প্রিয়তম
নাইকো এখন আপন মম
. নাওনা তুলে আপন বলে
প্রেমিক ওগো প্রেম বঁধূয়া
বন্ধু তোমায় বাসি ভালো
. প্রাণের গোপন ব্যথা দিয়া ||
. **********************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
কনকভূষণ মুখোপাধ্যায়ের
পরিচিতির পাতায় . . .
*
বসন্তের জাগরণ
কবি কণকভূষণ মুখোপাধ্যায়
নবশক্তি পত্রিকার ৩য় বর্ষ ৪৪ শ সংখ্যায় প্রকাশিত
কে মোরে আজিকে ডাকে ---
সারা নিখিলের মাধুরী মিশায়ে মরমের ফাঁকে ফাঁকে |
চিরচেনা ওই ডাক খানি হায় কতদিন শুনি নাই--
চেনাস্বর মোরে আপন ভুলায়ে পাগল করিল ভাই,
কানে কানে মোরে কয়ে গেল ওরে “আয় ওরে ফিরে আয়---”
ভুবন ভোলানো পলাশ ফুটেছে মাঠের শ্যামল ছায়
দখিন্ হাওয়া সে আমের মুকুলে আজিকে দিয়েছে দোল্ --
আজিকার দিনে ঘরছাড়া ওরে মনের বাঁধন খোল |
বাথান ধূলা যা বটের তলায় রাখালের মাতামাতি---
তারি মাঝে ওরা সবার লাগিয়া রেখেচে আসন পাতি |
ফাগুনের শেষ চৈতালী আসে তুলি বুকে শিহরণ ---
যেন বলে সে’ও “এলো বসন্ত নিখিলের জাগরণ” |
ওরে পথভোলা আয় ফিরে আজ সবুজ রূপের দেশে
সবুজের রাণী পল্লী মা তোর ডাকে আজ ভালোবেসে |
আজ ফিরে চল্ ঘরে -----
পল্লীর বুক শ্যামল শোভায় হেসে ওঠে থরে থরে |
. **********************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
কনকভূষণ মুখোপাধ্যায়ের
পরিচিতির পাতায় . . .
*
বিধুরা
কবি কণকভূষণ মুখোপাধ্যায়
মলয় - ফুর্ - ফুর্
সুবাস্ ভূর্ ভূর্
নেশায় ভরপুর
. পাগল প্রাণপুর
ফেনীল্ নীল্ জল
উছল - টল-মল্
আবেশে ঢল - ঢল্
. আকাশে ভাসে সুর
মধুপ গুণ্ গুণ্
নূপুর - রুণু ঝুন্
ছড়ায় ঘুন্ ঘুন্
. অরুণ্ লাল্ মুন্
গভীর থির নীর
ঝর্ না ঝির্ ঝির্
অঝোরে ক্ষরে ক্ষীর
. টিয়াটী টুন্ টুন্
বেজায় আসে ঘুম্
নিঝুম্ ঝুম্ ঝুম্
প্রেমের মহাধুম্
. চুমিছে চুমাচুম্
ঝনন্ - রণ্ -রণ্
কাঁকন্ কন্ কন্
চরণ অনুখন্
. চলেছে বেমালুম্
তিনাক্ থিন্ থিন্
তাধিন্ ধিন্ ধিন্
ঝুমুর রিন্ রিন্
. ঝনিছে ঝিন্ ঝিন্
দুললো ফুল - কূল
নিটোল্ -টুল্ টুল্
বকুল্ বিলকুল্ ----- নাচিছে তিন্ তিন্
তাতাক্ থই থই
কইলো বঁধূ কই ?
সইলো সরে রই
. বিরহ কত সই ?
মিলন মধু টুক্
ভরুক মোর বুক্
চুম্ লো চাঁদ্ মুখ্
. মিলনে ভাগ লই |
. সইলো সরে রই
. বিরহ কত সই ?
. **********************
.
সূচিতে . . .
মিলনসাগর