সৈনিকের স্বপ্ন (Thomas Campbell) কবি কণকভূষণ মুখোপাধ্যায়
মোদের বাঁশী বাজে সন্ধি হেতু নিশার আকাশ কালো রাতে আর প্রহরি তারার দল দিতেছে প্রহরা নভোপরে--- হাজার-হাজার সেনা আছিল চেতন হারা ..ভূত ভূমে ঘুম্ সাথে ক্লান্ত সে শয়ন বিছায়ে আহত সে মরিবার তরে --
প্রজ্বলিত কাষ্ঠগুলি ব্যাঘ্র হতে সেনাদেহ দিতেছে প্রহরা পাশে তার শুয়ে আমি রাত্রি পরে খড়ের শয্যায় হেরিনু স্বপনে আমি নিশি অন্তে মধুরিমা-ভরা ঊষার আলোর আগে তিনবার হেরিনু তাহায় |
ভাবিলাম মনে যেন রণভূ’র ভয়ঙ্কর সৈন্য-শ্রেণী হতে ভ্রমিয়াছি কতদূর আন্ মনে নিরালার ধারে তখন শরৎ-বেলা ফুটেছিল অরুণ আলোক মোর পথে পিতার ভবন-মোর অভ্যর্থিয়া ডেকেছিল মোরে বারে বারে |
কত মোর বিচারিত মোহন ভূমিতে গিয়াছিনু আমি ত্বরা করি জীবনের ঊষাকালে হীয়া মোর যবে ছিল কুসুম কোমল শুনিলাম আমি মোর পাহাড়িয়া ছাগগণ ডাকে উচ্চোপরি আর কৃষকের মধুময় শষ্য কাটা গান বুঝিনু সকল |
পরে মোরা স্বাস্থ্য করি পান করিলাম স্নেহের শপথ্ হবনা পৃথক কভু গৃহ আর দুঃখী বন্ধু হোতে কচি-কাঁচা ছেলেরা আমার চুমু দিল হাজার-হাজার মোরে কত আর প্রিয়া মোর ফেলেছিল দীর্ঘশ্বাস জোরে প্রাণ..
রহ রহ সকাশে মোদের লভ শান্তি শ্রান্ত-শীর্ণ তুমি আর সেথা র’লে সুখী ছিল রণক্লান্ত তাদের সৈনিক প্রভাতের আগের বেলায় পুনরায় শোক এল বুঝি আর মোর স্বপনের স্বর মিশে গেল শুন্যে অলীক ||