কবি কনকভূষণ মুখোপাধ্যায়ের কবিতা
*
ভাদর - ঝর -ঝর
কবি কণকভূষণ মুখোপাধ্যায়
ভাদ্র , ১০ম সংখ্যা ৩৪, পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত


ভাদর ঝর ঝর
আদর কর কর
সাদরে তারে বর
.                  বুকে
পিও হে প্রাণ বধূ
উছল প্রেম - মধু
চুমুটী দাও শুধু
.                  মুখে

.                           বলিব আজি হায়
.                           মরম কারে চায়
.                           শরমে বেধে যায়
.                                                কথা
.                           সুনীল-নীল্ নভো
.                           তোমায় সব ক’ব
.                            এ’ বুকে কত সব
.                                               ব্যথা |


আলোক তব বুকে
লভিছে তারা সুখে
চুমিছে চাঁদ মুখে
.                   চাঁদ্
গোপনে মুখ ঢাকি
উছল কাল আঁখি
পাতিছে যাবি বাকি
.                    ফাঁদ্ |

নিখিল প্রেমময়
তোমার পরিচয়
ভূবন ভরে রয়
.                  ওই
তুমিই দেছ ফুল
নদীর কুলু কুল্
ভাঙ্ লো মন-ভূল
.                   কই ?

.                        বাঁশরী মধু-স্বরে
.                        ডাকিও প্রাণ সুরে
.                        নিকট কর দূরে
.                                            স্বামী
.                        অসীম-সীমা ছোয়
.                        জীবন-পথ বেয়ে
.                        আশায় আছি চেয়ে
.                                            আমি |

তুমিই হৃষিকেশ
হৃদয়ে পরমেশ
মূরলীধর বেশ
.                 কালা
বাঁশের মধু বাঁশী
বঁধূ’ হে ভালোবাসি
ছড়ায়ে কর হাসি
.                     আলা ||

.           **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
দারিদ্র্য
কবি কণকভূষণ মুখোপাধ্যায়
১৯শে বৈশাখ ৩৭শ সংখ্যা, বর্দ্ধমানের সাপ্তাহিক পত্রিকা শক্তিতে প্রকাশিত


হে’ প্রদীপ্ত বন্ধু মোর !  প্রণমি হে’ দারিদ্র্য-দহন ?
ভষ্ম করি গর্ব্ব-মম, রচিয়াছ প্রেমের শয়ন
আমার অন্তরলোকে | শিখায়েছ তুমি মহারাজ
তৃণাদপি নীচ হতে | পরায়েছ দীনতার সাজ
আমারে উলঙ্গ করি | তুমি মোরে দেখাইলে পথ |
যবে মোর দগ্ধদৃষ্টি, ব্যর্থ আমি, ভগ্ন মনোরথ |
সেদিন আমার বক্ষে, দাগিলে হে ভূখে ভগবান !
তীব্রকষাঘাত হানি | তুমি মোর জাগাইলে প্রাণ ||

.             **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
যুগল
কবি কণকভূষণ মুখোপাধ্যায়

হৃদয় পরতে আঁকা-হে’ আমার প্রেমিক যুগল ?
অজ্ঞান-অধম জনে নাম-দানে করিলে সফল---
.                                   পুরাইলে নামে মনস্কাম !
স্বতঃস্ফুর্ত্ত নামমন্ত্রে পূর্ণ করি অন্তর বাহির,
নামের সাধনা দিলে | বহাইলে মোর আঁখিনীর
.                                   ওগো মোর নব-গোরা-শ্যাম !

মরুভূ’র তৃষ্ণা যবে জেগেছল বুভূক্ষ এ’ বুকে,
সিঞ্চিয়া প্রেমের বারি হেসেছিলে তৃপ্তিহীন সুখে--
.                                   তোমরা গো দয়াল ঠাকুর ?
সে’ হাসি আজিও আঁকা বনানীর শ্যাম কিশলয়ে,
প্রশান্ত জলধি বক্ষে | দেখি সবে নাম-গান-লয়ে---
.                                  পূর্ণ করে হৃদি অন্তঃপুর |

পজুরে লঙ্ঘালে গিরি, তোমাদের করুণা অপার !
এ’ বিশ্বে যুগল রূপে পুন কি’ হে জ্বালিবে আবার,--
.                                 জ্যোতির্ম্ময় ধর্ম্মের আলোক ?
সে’ আলো, জুরাবে জ্বালা, দিবে জীবে নামে রুচি, প্রেম----
গড়িবে প্রেমের সৌধ | পূণ্যময় স্নিগ্ধ কান্তি হেম ---
.                                  উদ্ভাসিবে প্রেমে বিশ্বলোক ||

.                 **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
বাদ্লা হাওয়ায়  ( গান )
কবি কণকভূষণ মুখোপাধ্যায়

বাদ্লা হাওয়ার রঙিন্ নেশা
.                 পাগল করে আমার মন |
প্রাণের মাঝে হারিয়ে গেছে
.                 অনেক খানি গোপন ধন |

এম্নি সে’দিন-হাসিভরা
চাঁদের আলো পাগল-করা ;
প্রেমের বানে ভাস্ লো ধরা !
.                   জ্বল্ ল মনে কোন্ দহন ?

বল্ তে পারো ভোরে’র বাতাস ?
.                   আমার প্রিয়ার কোন্ ঠিকানা ?
বুকের ভেতর কচ্চে হুতাশ
.                   তোমার’ত তাই নাই অজানা ?
গুঞ্জরিয়া বল্ অলিকুল,
পরান আমার বড় ব্যাকুল ;
কুন্দ যুঁই বল্  বেলিফুল,
.                  সে’ গেছে মোর কোন্ গনে ?

খুঁজ্ বো নিজন বিজন জুড়ে
.                  মরুপাথর আঁকে বাঁকে---
পল্লীবালার মেঠোসুরে
.                    তরুলতার ফাঁকে ফাঁকে |
কুউ-- কুউ’ উঠলো ডাকি,
সুর হারা ঐ চপল পাখী,
গানের সুরে লব আঁখি !
.                   তাহার গানে সুর বেদন্ |

ব্যর্থ আমি খুঁজছি কোথা ?
.                    জীবন পথের সিন্ধুকূলে
বুঝিনি’ ত তাহার ব্যথা,
.                    তাই শুধু ঘুরছি ভূলে |
কোথা আমার প্রাণের রাণী ?
সার্থকতা দাওগো আনি ;
ভূলের মাঝে, তোমার বাণী,
.                   ঘুচাক আমার সব রোদন্ ||

.                 **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
মাধবী
কবি কণকভূষণ মুখোপাধ্যায়

চামেলী-সেফালী-বেলা জাগো মাধবী ?
আশার ঊষার রেশ উজল রবি |
মঞ্জু লতিকা তুমি বন বিতানে’র
কুঞ্জ পাপিয়া কত বিরহী প্রাণের ;
মিলনে বঁধূয়া সনে বিভল হেনা,
চুমকুঁড়ি-চাঁপা-যুঁই য়ায়না চেনা |
বিম্বারে আশিষ সবে অঝোর ঝরে,
কুড়াও মাধবী ওলো আঁচল ভরে ?
কল্ কল্ ছল্ ছল্ উছল গীতি
ভাসিছে যমুনা জলে কালার স্মৃতি |
চপল মলয় বায় বহিছে ধীরি
সজল ডাগর চোখে কে’ চায় ফিরি ?
দুনিয়ায় হাসিভরা প্রাণের কথা,
জাগ’লো মাধবী নিয়া পল্লীব্যথা ?

.        **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর