কবি কাঞ্চন কুমার-এর ছড়া যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। www.milansagar.com
|
গণতন্ত্রের মরুদ্যানে
সবাই ভয়ে থাকে
জনযোদ্ধা বলে কখন
তুলে নেবে কাকে !
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
মোদের ছেড়ে ওদের ধরে
কৌশিক, অভিজিৎ
যাতনা পেয়ে, জীবন দিয়ে
দাম দিল নিশ্চিত |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
মোদের খাবে ওদের গাবে
তা কখনো হয় ?
বুধজনে কড়কে দিলেন
অনিল মহাশয় |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
টোড়ী, গোয়েঙ্কা, নেওটিয়া
সবাই হয়েছে লাল
সর্বত্র দাপিয়ে বেড়ায়
বুল্টন ও দুলাল
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
মার্ক্স লেনিন থাকবে ঘরে
গ্রামে গঞ্জে গেলে পরে
ধরবে পুলিশ রাত দুপুরে
‘সিজ’ করবে ‘লিষ্টি’ করে |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
নকশাল সেল ভরা সব জেল
রাত্রে পুলিশি হানা
কলমের কুলি মুখে মার্ক্সবুলি
নন্দনে আনাগোনা |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
যাচ্ছ যদি মেদিনীপুর
বাঁকুড়া, পুরুলিয়া
অনুমতি নিয়ে নিও
আলিমুদ্দিন গিয়া |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
হবে না আন্দোলন
আর কোন ফ্রন্টে
আশ্বাস দিলেন
শ্রী নন্টে ও ফন্টে |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
মুখ্যমন্ত্রী নিদ্রাহীন
ওদের কথা ভেবে
নিঃশর্তে চাইলে মুক্তি
যাবে ভীষণ রেগে |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
নিষিদ্ধ নয় জনযুদ্ধ
রাজনীতি নেই তার
মার্ক্স শেখাচ্ছে তাই
পুলিশ, মস্তান ও ক্যাডার |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
উন্নয়ন উন্নয়ন
উন্নয়ন চাই
উচ্ছেদ হবে
বস্তি, হকার তাই |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
ঘাড়ধাক্কা ডাক্তারদের
শিক্ষকেরা দেবেন মুচলেকা
উকিলরা দিলে নাকখৎ
সবাইকে যাবে টাইট রাখা |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
ফটো তোলা, পিটিয়ে মারা
জনতা জানায় ধিক !
কেশরীর সবে বসে
জনগণতান্ত্রিক !
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
এম সি সি, জনযুদ্ধ
কে এল ও আর-----
সাধের মৃগয়াক্ষেত্র
করে ছারখার !
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
বঙ্গ সংস্কৃতি কর
ধুতি পাঞ্জাবি পরে
দেখলে বিপ্লবের স্বপ্ন
পচবে শ্রীঘরে |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
এক স্বরে পৌ ধরে
আডবানী বাবুলাল বুদ্ধ
নিকেশ করতে হবে
এম সি সি আর জনযুদ্ধ |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি