|
কাঞ্চন কুমার জন্ম অক্টোবর ১৯৩৬ |
কবি কাঞ্চন কুমারের রচিত এবং সম্পাদিত বিভিন্ন গ্রন্থ ও পত্রিকার মলাটের ছবি ছবিতে ক্লিক্ করলেই তা বড় হয়ে খুলে যাবে |
কবি কাঞ্চন কুমারের কয়েকটি ছবি ছবিতে ক্লিক্ করলেই তা বড় হয়ে খুলে যাবে |
১৯৬৮ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্বৈরাচারী কার্যকলাপের ফলে ছাত্রদের উপর দমন-পীড়ন শুরু হয়। তারই প্রতিবাদে আন্দোলনে নামেন কবি কাঞ্চন কুমার। সপ্রাজিত মজুমদারের লেখা একটি পথনাটিকা “সঞ্জয় উবাচ”, দিল্লীতে কনৌট প্লেসে, BHU এবং দিল্লী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিলে অভিনয় করেন, যা তখনকার ছাত্রসমাজ এবং সংবাদ মাধ্যমে প্রভূত সাড়া জাগায়। তত্কালীন সংবাদপত্রের এই ছবিদুটিতে যুবক কাঞ্চন কুমার, গাঢ় কালো রঙের সোয়েটার পড়ে আছেন। |
১৮ ডিসেম্বর ২০১০ ধর্মতলার মেট্রো চ্যানেল-এ অনুষ্ঠিত 'অপারেশন গ্রীন হান্ট' বিরোধী সাংস্কৃতিক সমাবেশ-এ প্রবাদপ্রতিম বিপ্লবী গণশিল্পী অন্ধ্রপ্রদেশের গদর-এর সাথে কবি কাঞ্চন কুমার (কবি, গদরের ডান দিকে বসে আছেন)---- ছবি সুতপা বন্দ্যোপাধ্যায় |