বীজাঙ্কুর সবুজ উপত্যকায় কবি কাঞ্চনকুন্তলা মুখোপাধ্যায়
বীজাঙ্কুর সবুজ উপত্যকায় এসো আমরা হাঁটি। উপত্যকার এ-প্রান্তে ও প্রান্তে আমরা দু’জন স্বজন-পরিজন দুই প্রদেশের পায়ের তলার মাটি, সর্বাঙ্গীন পৃথক, তবু, . আমরা দু’জন বেরিয়ে এসে . এই সবুজের অমোঘ বীজাঙ্কুরে মিল পেয়েছি, উভয়ত নক্ষত্রের অসীম বিশ্বজুড়ে।