কবি কাঞ্চনকুন্তলা মুখোপাধ্যায় -  তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “ফলসা পাতায় শব্দ”
(১৯৮০), “খারিজ মরশুম” (১৯৮৩), “বিক্ষুব্ধ উড়ির চর” (১৯৮৭), “হেমন্তে এই হলুদ খামার” প্রভৃতি।

কবি কাঞ্চনকুন্তলা মখোপাধ্যায়ের একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে
আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান
তাহলে আমরা, আমাদের কৃতজ্ঞতা স্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।

আমরা
মিলনসাগরে  কবি কাঞ্চনকুন্তলা মুখোপাধ্যায়ের কবিতা তুলে আনন্দিত।

কবি কাঞ্চনকুন্তলা মুখোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন

উত্স -
উত্তম দাশ, মৃত্যুঞ্জয় সেন, সম্পাদিত সংকলন “আধুনিক প্রজন্মের কবিতা”, ১৯৯১


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রকাশ - ০২.০৭.২০১৩
...