আত্ম-সমর্পণ মোসাম্মাৎ করিমন্নেসা খাতুন। বালিকা বিদ্যালয়ের শিক্ষয়িত্রী, গোপীনাথপুর। ( আমরা কৃতজ্ঞ কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক সইফুল্লা-র কাছে যিনি আমাদের এই কবিতাটি তাঁর সংগ্রহ থেকে পাঠিয়েছেন। কবিতাটি এই নাম এবং শিরোনামেই ছাপা হয়েছিল “সওগাত” পত্রিকার মাঘ ১৩২৬ সংখ্যায়। ) প্রভাতের মত সোনালি আভায় রাঙিয়া জীবন মোর দাঁড়ায়েছ তুমি হে চিরমধুর! নয়নে প্রেমের ডোর। রঙিন উজল জীবন-স্বপন তোমারে ঘেরিয়া আছে, শতেক কামনা অযুত বাসনা ছুটিতে তোমার কাছে। পরাণের প্রীতি নিঝরের প্রায় তোমাতে মিশিয়া যায়। অবশ রসনা, প্রীতির ভাষায় তথাপি মহিমা গায়। জীবন-কুসুম সুরভিত মোর তোমার পরশ মাখি’ ; তোমারে চাহিয়া অপলক আজি এ মোর যুগল আঁখি। তোমার আলোকে এমনি পুলকে জীবন জাপিতে চাই ; ( আমার ) সকল সাধনে, ধরমে, করমে তোমারেই যেন পাই। মোসাম্মাৎ করিমন্নেসা খাতুন। বালিকা বিদ্যালয়ের শিক্ষয়িত্রী, গোপীনাথপুর। . ****************** . সূচিতে . . . মিলনসাগর |
কবি করিমুন্নেসা-র কবিতা |