কবি ক্ষণপ্রভা ভাদুড়ী – গত শতাব্দীর বিশিষ্ট কবি। শনিবারের চিঠির মতো পত্রিকায় তাঁর কবিতা
প্রকাশিত হয়েছে। নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত “দামিনী” কাব্য সংকলন থেকে। তাঁরা
পেয়েছেন শনিবারের চিঠি ৩১ বর্ষ, ১০ সংখ্যা শ্রাবণ ১৩৬৬ (জুলাই ১৯৫৯) সংখ্যা থেকে।
এ ছাড়া এই কবির জীবন সম্বন্ধে আর কোনো তথ্য আমাদের কাছে নেই।
কবি ক্ষণপ্রভা ভাদুড়ী ও তাঁর কবিতা সম্বন্ধে তথ্য ও তাঁর একটি ছবি যদি কেউ আমাদের পাঠান তাহলে
আমরা, আমাদের কৃতজ্ঞতা স্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
এই পাতায় দেওয়া তথ্যে ভুল দেখতে পেলেও জানাবেন, আমরা শুধরে নেবো।
আমরা মিলনসাগরে কবি ক্ষণপ্রভা ভাদুড়ীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
কবি ক্ষণপ্রভা ভাদুড়ীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১১.১১.২০১৪
...