যদি বর্ষে অঘ্রাণে | রাজা যান মাগনে || যদি বর্ষে পৌষে | কড়ি হয় তুষে || যদি বর্ষে মাঘের শেষ | ধন্য রাজার পুণ্য দেশ || যদি বর্ষে ফাগুনে | চিনা কাউ দ্বিগুণে ||৯২||
ব্যাখ্যা :- অগ্রহায়ণেতে যদি বর্ষে বারিধার | কীটে শস্য নষ্ট তবে করিবে বিস্তর || রাজস্ব আদায় নাহি হইবে রাজার | সুতরাং তাঁর ঘরে হবে হাহাকার || পৌষেতে বর্ষিলে তুষ বেচে পাই কড়ি | হৈমন্তিক ধান ঝরে যায় গড়াগড়ি || মাঘেতে বর্ষণ হ’লে রবিশস্য হবে | ফাল্গুনে কাউন চীনা ধান্য জনমিবে ||
কার্ত্তিকে পূর্ণিমা ক’রে আশা | খনা বলে ডেকে শুনরে চাষা || নির্ম্মল মেঘে যদি বাত রবে | রবিখন্দের ভার ধরণী না সবে ||৯৮||
ব্যাখ্যা :- কার্তিকের পৌর্ণমাসী রজনী সময় | মেঘশূন্য পরিস্কৃত যদি নভ হয় || ভুরি পরিমাণে রবিশস্য জনমিবে | মেঘে বৃষ্টি হলে জেনো কিছু নাহি হবে || সুতরাং মাঠে যাওয়া নিস্ফল চাষার | শুধু হাতে গৃহেতে ফিরতে হয় তার ||