খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

কর্কট ছরকট সিংহে শুকা |
কন্যা কানে কান ||
বিনা বায় বর্ষে তুলা |
কোথায় রাখবি ধান ||৯১||

ব্যাখ্যা :-
শ্রাবণে অত্যন্ত বৃষ্টি ভাদ্রমাসে শুকা |
আশ্বিনেতে জল কানে কানে দেখা ||
কার্তিকে না হবে ঝড় মন্দ মন্দ জল |
ভুরি পরিমাণে তবে মিলিবে ফসল ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
খনার বচন
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

যদি বর্ষে অঘ্রাণে |
রাজা যান মাগনে ||
যদি বর্ষে পৌষে |
কড়ি হয় তুষে ||
যদি বর্ষে মাঘের শেষ |
ধন্য রাজার পুণ্য দেশ ||
যদি বর্ষে ফাগুনে |
চিনা কাউ দ্বিগুণে ||৯২||

ব্যাখ্যা :-
অগ্রহায়ণেতে যদি বর্ষে বারিধার |
কীটে শস্য নষ্ট তবে করিবে বিস্তর ||
রাজস্ব আদায় নাহি হইবে রাজার |
সুতরাং তাঁর ঘরে হবে হাহাকার ||
পৌষেতে বর্ষিলে তুষ বেচে পাই কড়ি |
হৈমন্তিক ধান ঝরে যায় গড়াগড়ি ||
মাঘেতে বর্ষণ হ’লে রবিশস্য হবে |
ফাল্গুনে কাউন চীনা ধান্য জনমিবে ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

জ্যৈষ্ঠে শুকো আষাঢ়ে ধারা |
শস্যের ভার না সহে ধরা ||৯৩||

ব্যাখ্যা :-
জ্যৈষ্ঠমাসে শুকো ও আষাঢ়ে জল হলে |
প্রচুর হইবে শস্য জানিও সকলে ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

মাঘ মাসে বর্ষে দেবা |
রাজা ছাড়ে প্রজার সেবা ||৯৪||

ব্যাখ্যা :-
মাঘ মাসে জল যদি হইবে বর্ষণ |
সুখী ত হইবে যত প্রজাদের মন ||
কারণ প্রচুর শস্য জন্মিবে তাহলে |
সমস্ত বত্সর বেড়াইবে হেসে খেলে ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

জ্যৈষ্ঠ মাসে আষাঢ় ভরে |
কাটিয়া মাড়িয়া ঘর করে ||৯৫||

ব্যাখ্যা :-
জ্যৈষ্ঠ মাসে শুককো হলে আষাঢ়ের জলে |
ভূমি পরিপূর্ণ হয় খুব শস্য ফলে ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

যদি বর্ষে মকরে |
ধান হবে ঠেকরে ||৯৬||

ব্যাখ্যা :-
মাঘ মাসে যদি দেখ বৃষ্টিপাত হয় |
যথাকালে ধান্য তার জন্মিবে নিশ্চয় ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

যদি হয় চৈতে বৃষ্টি |
তবে হয় ধানের সৃষ্টি ||৯৭||

ব্যাখ্যা :-
চৈত্র মাসে যদি দেখ বৃষ্টিপাত হয় |
যথাকালে ধান্য তার জন্মিবে নিশ্চয় ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

কার্ত্তিকে পূর্ণিমা ক’রে আশা |    
খনা বলে ডেকে শুনরে চাষা ||
নির্ম্মল মেঘে যদি বাত রবে |
রবিখন্দের ভার ধরণী না সবে ||৯৮||

ব্যাখ্যা :-
কার্তিকের পৌর্ণমাসী রজনী সময় |
মেঘশূন্য পরিস্কৃত যদি নভ হয় ||
ভুরি পরিমাণে রবিশস্য জনমিবে |
মেঘে বৃষ্টি হলে জেনো কিছু নাহি হবে ||
সুতরাং মাঠে যাওয়া নিস্ফল চাষার |
শুধু হাতে গৃহেতে ফিরতে হয় তার ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

আষাঢ়ী নবমী শুকল পখা |
কি কর শ্বশুর লেখাজোখা ||
যদি বর্ষে মুষলধারে |
মাঝ সমুদ্রে বগা চরে ||
যদি সমুদ্রে ছিটে ফোঁটা |
পর্ব্বতে হয় মীনের ঘটা ||
বর্ষিলে পর ঝিমি ঝিমি |
শস্যের ভার না সহে মেদিনী ||৯৯||

ব্যাখ্যা :-
আষাঢ়ের শুক্লপক্ষে নবমী তিথিতে |
বর্ষম মুষলধারে হয় যে বর্ষেতে ||
অনাবৃষ্টি হইবে জানিবে সত্বর |
ছিটে-ফোঁটা আষাঢ়ে মাছ হয় বিস্তর ||
মন্দ মন্দ বর্ষণেতে শস্য বেশ হয় |
অকাট্য সে কথা জেনো খনা যাহা কয় ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

হেসে চাকি বসে পাটে |
শস্য সেবারে না হয় মোটে ||১০০||

ব্যাখ্যা :-
অস্তকালে হেসে সূর্য পাটেতে বসিবে |
আষাঢ়ে যদ্যপি হেন ঘটনা ঘটিবে ||
কিছু শস্য তবে না হবে সে বত্সরে |
মন দিয়া এ বচন শুন নারী নর ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*