ব্যাখ্যা :- সর্ষপ বুনিতে হবে খুব ঘন ঘন | রাই কিন্তু ফাঁক ফাঁক বুনা চাই জেনো || কার্পাস এমন ভাবে বপন করিবে | দাঁড়াইয়া যেন তাহা তুলিতে পারিবে || ডিঙ্গাতে পারে যেন আবশ্যক মতে | পাট ও কার্পাস নাহি বুনো এক ক্ষেতে || কারণ কোষ্টার জল লাগিলে কাপাস | নিস্তেজ হইবে আর না রবে তো আশ ||