ভাদ্দর আশ্বিনে রুয়ে ঝাল সে চাষা ঘুমায়ে কাটায় কাল পরেতে কার্ত্তিক অঘ্রাণ মাসে বড় গাছ ক্ষেতে পুঁতে আসে সে গাছ মরিবে ধরিয়া ওলা পূরিতে না হবে ঝালের গোলা ||৪৯||
ব্যাখ্যা :- আলস্যে ভাদ্র আশ্বিনে না করি রোপণ | মরিচ কার্তিক অঘ্রাণে পোঁতে যেই জন || ওলা ধরি তাহার মরিচ ঘাছ খায় | আলস্যের ফলেনা সে ফল তার পায় ||