খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

উঠান ভরা লাউ শশা |
না বলে লক্ষ্মীর দশা ||৪১||

ব্যাখ্যা :-
সকল গৃহে লাউ শশা দেওয়া ভাল |
এমন গৃহস্থ-পোষা দ্রব্য কোথা বল ||
উপযুক্ত স্থান যদি নাহি পাও ফাঁকে |
অন্ততঃ উঠানে স্থান দিবেক তাহাকে ||

.            ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
খনার বচন
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

ছায়ার ওলে চুলকায় মুখ |
কিন্তু তাতে নাহিক দুখ্ ||৪২||

ব্যাখ্যা :-
জন্মিলে ছায়ার ওল মুখে তা লাগিবে |
কিন্তু বড় হবে খুব বেচে বেশী পাবে ||

.            ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

পটোল বুনলে ফাল্গুনে |
ফল বাড়ে দ্বিগুণে ||৪৩||

ব্যাখ্যা :-
ফাল্গুনে করহ যদি পটোল রোপণ |
দ্বিগুণ পাইরে ফল মিথ্যা না বচন ||

.            ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

নদী ধারে পুঁতলে কচু |
কচু হয় তিন হাত উঁচু ||৪৪||

ব্যাখ্যা :-
নদীর ধারেতে যদি কচু পোঁত গিয়া |
ত্বরায় সে কচু তথা উঠিবে বাড়িয়া ||

.            ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

ফাল্গুনে না রুলে ওল |
শেষে হয় গন্ডগোল ||৪৫||

ব্যাখ্যা :-
ফাল্গুন মাসেতে ওল রোপন সময় |
সে সময় যদি তা রোপণ না হয় ||
অন্ডাকৃতি হবে তাহা বন্য ওল প্রায় |
হাটেতে ভয়েতে কেহ না করিবে ক্রয় ||

.            ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

কচু বনে ছড়ালে ছাই |
খনা বলে তার সংখ্যা নাই ||৪৬||

ব্যাখ্যা :-
কচুবনে ছাই যদি নিত্য দিতে পারে |
ত্বরায় বাড়ে সে কচু অতি তেজ ভরে ||

.            ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

মুলার ভুঁই তুলা |
ইক্ষুর ভুঁই ধূলা ||৪৭||

ব্যাখ্যা :-
নরম তুলার ন্যায় করিবে সে ভূমি |
ভূমিতে মূলার বীজ বসাইবে তুমি ||
ইক্ষু যাতে দিবে ধূলা সম করিবেক |
তবে ত প্রচুর মূল্য ইক্ষু মিলিবেক ||

.            ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

শোন্ রে মালী বলি তোরে |
কলম রো শ্রাবণের ধার ||৪৮||

ব্যাখ্যা :-
কলমের চারা শ্রাবণেতে পুঁতিবেক |
তবেই তো সেই চারা তেজ করিবেক ||

.            ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

ভাদ্দর আশ্বিনে রুয়ে ঝাল
সে চাষা ঘুমায়ে কাটায় কাল
পরেতে কার্ত্তিক অঘ্রাণ মাসে
বড় গাছ ক্ষেতে পুঁতে আসে
সে গাছ মরিবে ধরিয়া ওলা
পূরিতে না হবে ঝালের গোলা ||৪৯||

ব্যাখ্যা :-
আলস্যে ভাদ্র আশ্বিনে না করি রোপণ |
মরিচ কার্তিক অঘ্রাণে পোঁতে যেই জন ||
ওলা ধরি তাহার মরিচ ঘাছ খায় |
আলস্যের ফলেনা সে ফল তার পায় ||

.            ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

বৈশাখ জ্যৈষ্ঠেতে হলুদ রোও |
দাবাখেলা ফেলিয়ে থোও ||
আষাঢ় শ্রাবণে নিড়ায়ে মাটি |
ভাদ্দরে নিড়ায়ে করহ খাঁটি||
অন্যথায় এ পুঁতলে হলদি|
পৃথিবী বলেন তাতে কি ফল দি ||৫০||

ব্যাখ্যা :-
বৈশাখ ও জ্যৈষ্ঠ্য মাসে হরিদ্রা রোপিলে |
আষাঢ় শ্রাবণ ভাদ্রে নিড়াইয়া দিলে ||
প্রচুর হরিদ্রা যথাসময়ে পাইবে |
অন্যথায় সুফল কিছুতে নাহি হবে ||

.            ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*