খনার বচন
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।
ফাগুনে আগুন চৈতে মাটি |
বাঁশ হলে আমি শীঘ্র উঠি ||৫১||
ব্যাখ্যা :-
শুষ্ক বাঁশপাতা যত পড়িবে তলায় |
ফাল্গুনে আগুন লাগাইবে তায় ||
পরিস্কার হবে তল জল নাহি রবে |
চৈত্র মাসেতে গোড়ায় মাটি দিবে ||
হইবে বাঁশের গোড়া শক্ত অতিশয় |
চতুর্দিকে কোঁড়কে বেড়িবে সমূদয় ||
. ******************
.
সূ
চিতে
.
.
.
মিলনসাগর
খনার বচন
*
খ
নার বচনের
পরিচিতির পাতায় . . .
খনার বচন
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।
শুন বাপু চাষার বেটা |
বাঁশঝাড়ে দাও ধানের চিটা ||
দিলে চিটা বাঁশের গোড়ে |
দুইকড়া ভুঁই বেড়বে ঝাড়ে ||৫২||
ব্যাখ্যা :-
ধান্যের আগড়া দিলে বাঁশের গোড়াতে |
বাড়িবে বাঁশের ঝাড় নাহি ভুল তাতে ||
কারণ তাহাতেই তার সার জন্মায় |
সার বিনে গাছপালা বাঁচয়ে কোথায় ||
. ******************
.
সূ
চিতে
.
.
.
মিলনসাগর
*
খ
নার বচনের
পরিচিতির পাতায় . . .
খনার বচন
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।
বলে খনা শুন শুন |
শরতের শেষে মূলা বুন ||
তামাক গুড়িয়ে মাটি |
বীজ পুঁতো গুটি গুটি ||
ঘন ঘন পুঁতো না |
পৌষের অধিক রেখ না ||৫৩||
ব্যাখ্যা :-
শরতের শেষে মূলা করিবে বপন |
ধুলা মাটি ক’রে তথা তামাক রোপণ ||
ঘন ঘন কদাচ না বসাবে তামাক |
পৌষের মধ্যেই জমি করিবেক ফাঁক ||
. ******************
.
সূ
চিতে
.
.
.
মিলনসাগর
*
খ
নার বচনের
পরিচিতির পাতায় . . .
খনার বচন
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।
শুনরে বাপু চাষার বেটা |
মাটির মধ্যে বেলে যেটা ||
তাতে যদি বুনিস পটোল |
তাতেই তোর আশা সফল ||৫৪||
ব্যাখ্যা :-
বেলে মাটিতে পটোল করিবে রোপণ |
জন্মিবে প্রচুর ফল আশা করিবে পূরণ ||
. ******************
.
সূ
চিতে
.
.
.
মিলনসাগর
*
খ
নার বচনের
পরিচিতির পাতায় . . .
খনার বচন
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।
বলে গেছে বরাহের পো |
দশটি মাসে বেগুন রো ||
চৈত্রে বৈশাখ দিবে বাদ |
ইথে নাহি কোন বিষাদ ||
ধরলে পোকা দিবে ছাই |
এর চেয়ে আর উপায় নাই ||
মাটি শুকাইলে ঢালবে জল |
সকল মাসেই পাবে ফল ||৫৫||
ব্যাখ্যা :-
চৈত্র ও বৈশাখ ছাড়া সকল মাসেতে |
পারিবে কৃষক ক্ষেত্রে বেগুন পুঁতিতে ||
পোকা যদি ধরে ছাই দাও ছড়াইয়ে |
সুখী হও বারো মাস বেগুন খাইয়ে ||
. ******************
.
সূ
চিতে
.
.
.
মিলনসাগর
*
খ
নার বচনের
পরিচিতির পাতায় . . .
খনার বচন
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।
অঘ্রাণে যদি না হয় বৃষ্টি |
না হয় কাঁঠালের সৃষ্টি ||৫৬||
ব্যাখ্যা :-
অগ্রহায়ণ মাসেতে না হইলে জল |
কাঁঠালের গাছে নাহি ধরিবেক ফল ||
. ******************
.
সূ
চিতে
.
.
.
মিলনসাগর
*
খ
নার বচনের
পরিচিতির পাতায় . . .
খনার বচন
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।
এক পুরুষে রোপে তাল |
পর পুরুষে করে পাল ||
তারপর যে সে খাবে |
তিন পুরুষের ফল পাবে ||৫৭||
ব্যাখ্যা :-
তিন পুরুষের কম নাহি পাবে তাল |
তাল গাছে পেতে ফল কাটে তিন কাল ||
. ******************
.
সূ
চিতে
.
.
.
মিলনসাগর
*
খ
নার বচনের
পরিচিতির পাতায় . . .
খনার বচন
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।
খাত বিশে করি ফাঁক |
আম কাঁঠাল পুঁতে রাখ ||
গাছ গাছাড়ি ঘন সবে না |
ফলও তাত ফলবে না ||৫৮||
ব্যাখ্যা :-
বিশ বিশ হস্ত দূরে পুঁতিবেক যদি |
কাঁঠালের ফল তবে দিবেন বিধি ||
গাছে ডালে ঠাসাঠাসি হয়ে যদি থাকে |
ফলহীন গাছ শুধু সর্বলোকে দেখে ||
. ******************
.
সূ
চিতে
.
.
.
মিলনসাগর
*
খ
নার বচনের
পরিচিতির পাতায় . . .
খনার বচন
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।
বার বছরে ফলে তাল |
যদি না লাগে গরুর লাল ||৫৯||
ব্যাখ্যা :-
পত্র যদি গরুতে ভক্ষণ নাহি করে |
ফল দিবে তালগাছ দ্বাদশ বত্সরে ||
. ******************
.
সূ
চিতে
.
.
.
মিলনসাগর
*
খ
নার বচনের
পরিচিতির পাতায় . . .
খনার বচন
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।
নলেকান্তর গজেক বাই |
কলা রুয়ে খেয়ে ভাই ||
রুয়ে কলা না কেটো পাত |
তাতেই কাপড় তাতেই ভাত ||৬০||
ব্যাখ্যা :-
আট হাত অন্তর অন্তর কলা পুঁতে |
পাতা তার কদাচন না যাবে কাটিতে ||
ভুরি পরিমাণে কলা জন্মিবে তাহ’লে |
অন্নের অভাব নাহি হবে কোনকালে ||
. ******************
.
সূ
চিতে
.
.
.
মিলনসাগর
*
খ
নার বচনের
পরিচিতির পাতায় . . .