হাতে হাতে ছোঁয় না | মরা ঝাটি রয় না || খনা বলে যখন চায় | তখন কেন না লয় ||৭৪||
ব্যাখ্যা :- এইরূপে বসাতে হবে নারিকেল গাছ | একে অপরের যেন নাহি লাগে আঁচ || একটি গাছের পাতা না ঠেকে অপরে | পুঁতিতে হইবে গাছ এমনটি করে || উপরের শুষ্কপত্র বৃক্ষমূল আর | ফল যদি চাও সদা রাখ পরিস্কার ||