খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

পূবেতে উঠিলে কাড় |
ডাঙ্গা ডোবা একাকার || ৮১ ||

ব্যাখ্যা :-
পূর্বদিকে রামধনু যদি দেখ বর্ষাকালে |
ভাঙ্গা ডোবা একাকার হ’য়ে যাবে জলে ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
খনার বচন
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

চাঁদের সভার মধ্যে তারা |
বর্ষে পানি মুষলধারা || ৮২ ||

ব্যাখ্যা :-
চন্দ্রমন্ডলে মধ্যে তারা যদি দেখ |
বর্ষিবে মুষলধারে বৃষ্টি জেনে রাখ ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

চৈত্রেতে থর থর |
বৈশাখে ঝড় পাথর ||
জ্যৈষ্ঠেতে তারা ফুটে |
তবে জানহ বর্ষা বটে || ৮৩ ||

ব্যাখ্যা :-
চৈত্রমাসে যে বত্সর শীত বোধ হবে |
বৈশাখেতে শিলাবৃষ্টি ঝড় দেখা দিবে ||
জ্যৈষ্ঠমাসে পরিস্কার আকাশ মন্ডল |
সে বত্সর বর্ষায় বেশ হইবেক জল ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

কি কর শ্বশুর লেখাজোখা |
মেঘেই বুঝবে জলের রেখা ||
কোদালে কুড়ুলে মেঘের গা |
মধ্যে মধ্যে দিচ্ছে বা ||
বলো চাষার বাঁধতে আল |
আজ না হয় হবে কাল ||৮৪||

ব্যাখ্যা :-
শ্বশুরকে সম্বোধন করি খনা ক’ন |
লেখাজোখা করিয়া কিবা করিবে গণন ||
হবে কি না হবে জল লক্ষণে বুঝিব |
মেঘ দেখিলেই তা বুঝিতে পারিব ||
কোদালে কুড়ুলে মেঘ যদি দেখা যায় |
তার মধ্যে মধ্যে বায়ু প্রবাহিত তায় ||
সত্বর হইবে জল নিশ্চয় জানিবে |
ক্ষেত্রে গিয়া চাষী আলি বন্ধন করিবে ||
সেদিন না হলে বৃষ্টি হবে পরদিনে |
হইবে বৃষ্টি ঠিক মনে রেখ জেনে ||
ধূসর বর্ণের খন্ড খন্ড মেঘ যত |
কোদালে কুড়ুলে বলি হবে তাহা জ্ঞাত ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

দূর সভা নিকট জল |
নিকট সভা রসাতল ||৮৫ ||

ব্যাখ্যা :-
ধরামন্ডল সভা দূরবর্তী রবে |
তবেই সত্বর বর্ষণ হইবে ||
নিকটে যদ্যপি তবে অনাবৃষ্টি হয় |
রসাতল কারে আর বলো তবে কয় ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

পশ্চিমে ধনু নিত্য খরা |
পূবের ধনু বর্ষে ধারা ||৮৬||

ব্যাখ্যা :-
পশ্চিমে উদিল রামধনু অনাবৃষ্টি |
পূর্বদিক হলে হবে জলের বৃষ্টি ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

বেঙ ডাকে ঘন ঘন |
শীঘ্র বৃষ্টি হবে জেনো || ৮৭||

ব্যাখ্যা :-
ঘন ঘন ভেকের গর্জন যদি হয় |
ত্বরায় হইবে বৃষ্টি একথা নিশ্চয় ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

ভাদুরে মেঘ বিপরীত বয় |
সে দিন বৃষ্টি কে ঘোচায় ||৮৮||

ব্যাখ্যা :-
ভাদ্রমাসে মেঘোদয় হইবে যখন |
বহে যদি বিপরীত পবন তখন ||
অত্যন্ত জলবর্ষণ হইবেক তবে|
খনা বলে কার সাধ্য অন্যথা করিবে ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

পৌষে কুয়া বৈশাখে ফল |
য’দিন কুয়া ত’দিন জল ||
শনির সাত মঙ্গলের তিন |
আর সব দিন দিন ||৯০||

ব্যাখ্যা :-
পৌষ মাসে যে ক’দিন কুয়াশা হইবে |
বৈশাখেতে ঠিক ততদিন বৃষ্টি হবে ||
শনিবারে যদি বৃষ্টি আরম্ভ হয়|
এক সপ্তাহকাল স্থায়ী তাহা হয় ||
মঙ্গলে আরম্ভ হলে তিন দিন থাকে |
অন্য বার হ’লে সেই দিন মাত্র থাকে ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*