[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা, কবিতা বা তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা https://www.milansagar.com/index.html এ দয়া করে একটি ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্লগ্ বা সাইট থেকে, ধন্যবাদ ! ]
"প্রাকৃত-পৈঙ্গলে" উদ্ধৃত কোন কোন কবিতার ক্ষীণায়তনে উজ্জ্বল রসসৃষ্টি হয়েছে---
মালব অর্থাৎ অধুনা মধ্যপ্রদেশের অন্তর্গত ধার (প্রাচীন ধারা) হতে পাওয়া শিলালিপিতে অবহট্ট রচনা | শিলালিপিটি ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছিল তাই গোড়ার অংশ খানিকটা নেই এবং বর্তমানে মুম্বাইয়ের প্রিন্স অব্ ওয়েল্স্ মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে | রচনাকাল সম্ভবতঃ খ্রীষ্টীয় দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দ | রচনাটি একটি কবিতা | বিষয় বিভিন্ন অঞ্চল হতে কন্যা ও দাসী বিক্রয়ের হাটে সমাহৃত তরুণীদের তৌলন রূপ-গুণ বর্ণনা |