কবি অনুপমা ঘোষ এর সিঙ্গুর-নন্দীগ্রামের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
*
সম্বল   

এই যে এখন ঘূর্ণাবর্তে প'ড়ে
জমে থাকা জল ঘোলা হল কিছুকাল
সুর-হারা গান সুতীক্ষ্ম চিত্কারে
জানিয়েছে আজ দ্রোহকাল, দ্রোহকাল |

মাটির গায়েতে রক্তগন্ধ মাখা
বকুল, চাঁপারা তাদের গন্ধ হারায়,
অনুভবী সেই হৃদয়-কালিতে আঁকা
বাংলার জলছবিতে সীমানা ছাড়ায় |

লজ্জা আমার দুচোখ জুড়ে থাকে,
শুকনো গালেতে অঝোর ধারায় জল
সুড়ঙ্গ ভরা অভিমান গায়ে মাখে,
আমাদের আজ স্বপ্নই সম্বল ||

.    ******************************         

.                                                                                  
উপরে
.                            সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                               সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.  সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে

কবিতাটি "কৌশাম্ব" সম্পাদিত জুলাই ২০০৭ এ প্রকাশিত "সন্ত্রাসের বিরুদ্ধে" পত্রিকায় ছাপা
হয়েছিল |
১।   ম্বল            
২।   
ন্ত্রণার কয়েক পংক্তি      
৩।   
বু       
৪।   
সো আগুন
*
যন্ত্রণার কয়েক পংক্তি         

কেউ বলে "দিয়ে দেবে" কেউ বলে "দেবে তো"?
.                 দিনরাত একাকার     
.                 মিছিলের সার সার
লাশ গুণে বস্তাতে ঠিকঠাক ভরো তো |

সামনের সারিটায় মাধবী ও আমিনা
.                 ঠাক তার পিছনেতে
.                 খালি গায় চটি হাতে
স্কুল ফেলে ছুটে চলে রবিউল, যমুনা |

সারাদিন খবরেতে কুমিরের কান্না,
.                 কোপানো উনুন মাঝে
.                 সকাল বিকাল সাঁঝে
পড়ে থাকে --- পুড়ে যায় সুস্মিতা মান্না |

.             ******************************        

.                                                                                  
উপরে
.                            সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                               সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.  সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে

কবিতাটি "কৌশাম্ব" সম্পাদিত জুলাই ২০০৭ এ প্রকাশিত "সন্ত্রাসের বিরুদ্ধে" পত্রিকায় ছাপা
হয়েছিল |
  
*
তবু         

থমকে যাওয়া সারিতে
.                তবু ভালোবাসা আছে,
জেগে থাকা একটা দু'টা কালপেঁচা
.                সময় গোনে-রাত্তিরের
তীব্র নখরে দেয় শান
তমোঘ সকাল তবু নামবেই
.                বাংলার বুকে ||

.             *******************        

.                                                                                  
উপরে
.                            সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                               সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.  সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে

কবিতাটি "কৌশাম্ব" সম্পাদিত জুলাই ২০০৭ এ প্রকাশিত "সন্ত্রাসের বিরুদ্ধে" পত্রিকায় ছাপা
হয়েছিল |
      
*
এসো আগুন         

আগুন-রঙা উষ্ণীষ যদি আজ
আগুনটা আজ কেন বলো পলাতক?
লক্ষ জোড়া চোখেই যে আগুন
পোড়াতে চাইবে এমন সাধ্য কার?

আগুনগুলো পালিয়ে যেতে চায়
তুষারযুগের হৈমশৈত্যের বুকে
রাস্তা ভুলে আসুক না আজ কেন
অনুগ্রহের বন্ধন জাল কেটে |

আগুনের আজ একত্র পথগামী
নতুন ভাবনা চিন্তাকে সাথী ক'রে,
বিবর্ণ ওই আকাশটা যদি কাঁদে
মাটির আগুন জল হয়ে নেমে যাক |

নেমে যাক ওই সমস্ত ঘরে ঘরে
উঠোন ছাপিয়ে থই থই চাষজমি
থালায় থালায় ভাতের প্লাবন এসো
বিলোল হাসিতে প্রান্তর ভরা থাক |

.          *******************        

.                                                                                  
উপরে
.                            সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                               সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.  সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে

কবিতাটি "কৌশাম্ব" সম্পাদিত জুলাই ২০০৭ এ প্রকাশিত "সন্ত্রাসের বিরুদ্ধে" পত্রিকায় ছাপা
হয়েছিল |
     
আমরা এই কবিকে আমাদের ওয়েব
সাইটের
"কবিদের সভা"-র অন্তর্ভুক্ত
করতে ইচ্ছুক | যদি কেউ আমাদের এই
কবির
১।  জন্ম-তারিখ,
২। সংক্ষিপ্ত পরিচয়,
৩। একটি ছবি
এবং
৪। তাঁর যোগাযোগের ঠিকানা
জানান, তাহলে আমরা কৃতজ্ঞতা- স্বরূপ,
প্রেরকের নাম ঐ পাতায় উল্লেখ করবো |