কবি অপর্ণা হাওলাদার জন্মগ্রহণ করেন বাংলাদেশের বরিশালে। তাঁরা স্থায়ীভাবে ঢাকার বাসিন্দা | পরিবারে আছেন বাবা-মা ও ছোটো বোন |
ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০২-এ এস,এস,সি পবীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকারই ভিকারুননিসা নূন কলেজ থেকে ২০০৪-এ এইচ,এস, সি পাশ করেন | বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির স্নাতকোত্তর বিভাগে অধ্যয়নরতা |
অপর্ণা বাংলাদেশের তরুণ প্রজন্মের কবি | তাঁর কথায় তিনি কবিতায় নেহায়েত শিক্ষানবীশ | চেষ্টা করছেন নিজেকে তৈরী করতে, বর্তমান কবিতার সমাজ বিচ্ছিন্নতার বিরুদ্ধে শব্দকে শানাতে | কবিতায় সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, মানুষ এবং অমানুষ সবই আনতে চান | ক্ষয়ে যেতে থাকা যে সময়ে তাঁর জন্ম তার মুখপাত্রই হোক তাঁর কলম - এমনটাই কবির আকাঙ্ক্ষা |
এখনো পর্যন্ত তাঁর কোনো বই বের হয় নি | তাই ধরে নেওয়া যেতে পারে যে বিশ্বের দরবারে মিলনসাগরেই তাঁর প্রথম আত্মপ্রকাশ | তারুণ্যের এমন উপলব্ধি ও শব্দের বিন্যাস যেন আগামী বাংলা কবিতার মঙ্গল ঘোষণা করছে |