কবি অর্ধেন্দু চক্রবর্তীর সিঙ্গুর-নন্দীগ্রামের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
*
সরে যাচ্ছে   

কে ভেবেছিল
এত তোমাদের রক্তের নেশা !
তোমরা রবীন্দ্রনাথ উচ্চারণ কর
তারপরও গরিব সৃষ্টিশীল শান্ত
তুলসীতলায় প্রদীপ দিয়ে যারা
ঘরে যায়
তাদেরকে খুন, বাচ্চাদের গলা টিপে
ছুঁড়ে দিচ্ছ জলে, লুঠ করছ
মা মেয়ের ইজ্জত
তত্ত্বের নামে, শিল্পের অছিলায় ?

তোমাদের ক্যাডার নামধেয় ক্ষিপ্ত অপমানব
পুলিশ সেজে ঘর পোড়ায়
কবি সেজে সভা করে
লেখক সেজে জ্ঞান দেয়
কৃষক নেতার মুখোশ সেঁটে
খিস্তি করে,
আবার এই স্পিসিস্ রা তোমাদের মিছিলেও হাঁটে

মানুষ তোমাদের ঘেন্না করছে
হিমালয় প্রমাণ ঘেন্না
আরো বেশী করে জড়ো হচ্ছে
ধানের দিকে পাটের দিকে |

তাদের বমি পাচ্ছে এই ভেবে যে
তারা তোমাদের ভালোবালতে চেয়েছিলো

.    ********************************************         

.                                                                                  
উপরে
.                            সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                               সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.  সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে

কবিতাটি "লুব্ধক" পত্রিকায় ২৫শে বৈশাখ ২০০৭ এর সংখ্যায় প্রকাশিত হয়েছিল |
*
সমর্থন         

সরোজ দত্তকে গুলি করে মেরেছিল, দেখেছিলেন
একজন অভিনেতা আর
.         ঘাসে উড়তে থাকা প্রজাপতি |
বারাসাতের রাস্তায় বারোজন তরুণের লাশ
.         পর পর ফেলেগিয়েছিল, দেখেছিল
.                     অদিভুত রাত্রির বোবা নক্ষত্ররা |

আবার এতদিন পরে সে-ই নিরস্ত্রকে
গুলি করে মারা হচ্ছে,
নদীতে ঠেলে দিচ্ছে লাশ, তবু
নিসর্গের আমগাছে বউল এল ভয়ে ভয়ে
.               যেন সভাধিপতির অনুমতিক্রমে |

তাহলে?

পতাকার রং দিয়ে অধুনা বুঝবে না
কারা কারা বিশ্বায়নে মুড়িয়েছে মাথা,
কোন পুঁথিরচয়িতারা হড়কে
.               চলে গেছে খুনির পাড়ায়

এসবের জন্য অন্ধ প্রশ্নহীন কৃতদাস সমর্থন
.               চাও? না, আমার সে সমর্থন নেই |

.             ******************************        

.                                                                                  
উপরে
.                            সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                               সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.  সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে


কবিতাটি "কৌশাম্ব" সম্পাদিত জুলাই ২০০৭ এ প্রকাশিত "সন্ত্রাসের বিরুদ্ধে" পত্রিকায় ছাপা
হয়েছিল |
*
এ প্লাবনে         

সারাদিনই নদী, যেমন আগে ছিল
প্রকৃতি হারেনি,
অথচ উড়ে আসছে ভাঙা হাড়,
রক্তে রৌদ্র জড়িয়েছে
পাশাপাশি শিশুমুণ্ড কৃষ্ণচূড়া |

মানুষও হারে না, নির্দ্বিধায় বলতে পারি
মৃত্যু তার শিবির গুটোয়, এটাও জানি
খুনি, ধর্ষণার্থী রাজকোষের রীতি মানে,
.                             নুন খায় |

ক্ষত করে নিজের ইমান |

দূরে তাপিত ক্লান্ত এক গ্রাম
কিছু উজাড়-উজাড়, রুক্ষ
কিছুটা ডেঁটে দাঁড়িয়েছে, সেখানে
রাখাল নেই

সেখানে নিষ্কম্প পোড়-খাওয়া জন, নারী
তারাই রবীন্দ্রনাথ, তারাই রক্তকরবী |
তাদের রাত পোহায়
ঈশানের সীমা থেকে
.         কয়েক'শ গুলির আওয়াজে,
ঘুম নেই, হায়েনারা পচা দিয়ে আসতে চায়
ছদ্মবেশে, কখনো রণসাজে |

জন্মান্তরের লড়াই কি শুরু হল
রাজায় জনতায়? যদি হয়
হাতে হাত রাখো, কবিতার দিক বদলাও |

.             *******************        

.                                                                                  
উপরে
.                            সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                               সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.  সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে

কবিতাটি "কৌশাম্ব" সম্পাদিত জুলাই ২০০৭ এ প্রকাশিত "সন্ত্রাসের বিরুদ্ধে" পত্রিকায় ছাপা
হয়েছিল |
      
*
আড়ায় পাড়ায় কৃষ্ণচূড়া ফুল         

দোল গেছে, এখন আড়ায় পাড়ায়
কৃষ্ণচূড়া ফুল, তোরা দু-ফসলি জমির মেয়েরা
তাকাবি না

হাঁসুলিতে চুল ছেড়ে শুকোবি রোদ্দুরে
কেটে দে সড়ক---
ডাকাত তাড়াবি |

মাঠের আনাজ সবজির গায়ে
গা লাগিয়ে থাক
কেউ যেন সাহস না পায়
পা রাখতে জমিতে

ওরা মরে হেজে
দূর হবে, তখন

ও মেয়ে, তরুণ-কৃষক ক্যানে বলুক না তোকে
ভালোবাসি, বাঁশিও বাজাই

.             *******************        

.                                                                                  
উপরে
.                            সিঙ্গুর নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                               সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.  সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা সম্পর্কে আপনার মতামত জানান এখানে ক্লিক করে

কবিতাটি "কৌশাম্ব" সম্পাদিত জুলাই ২০০৭ এ প্রকাশিত "সন্ত্রাসের বিরুদ্ধে" পত্রিকায় ছাপা
হয়েছিল |
     
আমরা এই কবিকে আমাদের ওয়েব
সাইটের
"কবিদের সভা"-র অন্তর্ভুক্ত
করতে ইচ্ছুক | যদি কেউ আমাদের এই
কবির
১।  জন্ম-তারিখ,
২। সংক্ষিপ্ত পরিচয়,
৩। একটি ছবি
এবং
৪। তাঁর যোগাযোগের ঠিকানা
জানান, তাহলে আমরা কৃতজ্ঞতা- স্বরূপ,
প্রেরকের নাম ঐ পাতায় উল্লেখ করবো |