অরুণ ভট্টাচার্যর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
১।  জিজ্ঞাসা                   
২।  
ড়া --- তাক দুমা দুম তাক দুমা দুম                  
৩।  
ড়া --- বুদ্ধ ঘাড়ে করছে ভর          
                      
          
*
জিজ্ঞাসা     

১.
হলদি নদীর জল লাল হওয়ার আতঙ্কে
কৃষক রমণীরা বিনিদ্র রজনী জাগে |
সিঙ্গুর-হলদিয়ার নয়াচরেও কী
এবার নন্দীগ্রাম ঘটাতে চাইছো তবে?

২.
কত লোক মরলে তুমি নন্দীগ্রামের
মতো হাত ধুয়ে উঠে বলবে
না, না, বড় ভুল হয়ে গেছে, সব দায় আমার
কিন্তু বলবে না কোন জমিতেই
কেমিকেল হাব -- পেট্রোকেম-শিল্প হবে না |

কত লোক আরও মরলে কত ধর্যিতা হলে
কৃষকের নির্বাক আতঙ্কের মতো
তোমার হৃদপিণ্ডটা ধুকধুক করবে?
তুমি কি বাম জমানার
সেরা নায়ক হতে চাইছো?

৩.
খেজুরি থেকে আজো গ্রামদখলের জন্য
হার্মাদদের অবিশ্রান্ত গুলি চলেছে |
কমরেড বলেছিলেন "লাইফ হেল হয়ে যাবে |"
আজ নন্দীগ্রামে সমস্ত পরিসেবা বন্ধ
কমরেড কথা রেখেছেন |

নন্দীগ্রাম তুমি কি এবার
এই কালো দিনরাত্রির অবসানে
অসহযোগের আন্দোলন গড়ে তুলবে?

.                    ******************                                        
উপরে
.                                        অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত  
.                                 
সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত


এই কবিতাটি আশ্বিন ১৪১৪ এর 'আকিঞ্চন' বর্ষ ২৭ সংখ্যাঃ ৬৮ এ প্রকাশিত
হয়েছিল                 
*
[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্ লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা, কবিতা
বা তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা
https://www.milansagar.com/index.html
দয়া করে একটি ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্ লগ্  বা সাইট থেকে, ধন্যবাদ ! ]
ছড়া     

তাক দুমা দুম তাক দুমা দুম
           তাক দুমা দুম তাক,
মখ্যমন্ত্রী বুদ্ধবাবু
           বাজাচ্ছে জয়-ঢাক |
চাষিরা কেউ করবে না চাষ
           খরচা বাড়ে চাষে,
খাবারদাবার পণ্য যে সব
           বিদেশ থেকে আসে |
দেশের ভিকর গড়বো বিদেশ
           অভাব যাবে উড়ে,
টাটা মোটর চড়ে এবার
           আসবি বিদেশ ঘুরে |
উদয়-অস্ত থাকবি মজায়
           সুদের টাকায় খাবি,
বিনোদনে বৌ পাঠালে
           মোটা টাকা পাবি |
এসব কথা না শুনলে তো
           কাটবো মাথা হাতে,
নন্দীগ্রামের দায় নিয়েছি
           সবার সাক্ষাতে |
কেন্দ্র আমার হাতের পুতুল
           রাষ্ট্রপতি ঠুঁটো,
আমার মতো ধোপদুরস্ত
           বিশ্বে নেইকো দুটো |
কি মজা কি কি মজা কি
           অন্ধ কানুন চুপ,
মরা চাষির ঢাকতে দেহ
           তাই খুঁড়েছি কূপ |
তাক দুমা দুম তাক দুমা দুম
           তাক দুমা দুম তাক,
সাংস্কৃতিক মন্ত্রী বাজায়
           উন্নয়নের ঢাক |

.                    ******************                                        
উপরে
.                                        অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত  
.                                 
সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত  


এই কবিতাটি ২৫ বৈশাখ ১৪১৪ এর 'আকিঞ্চন' বর্ষ ২৭ সংখ্যাঃ ৭ এ
প্রকাশিত হয়েছিল
*
ছড়া     

বুদ্ধ ঘাড়ে করছে ভর
দুউ কাঁধে দুই ডাইনোসর
একটা সালিম একটা টাটা
ভালো মাইনষের মুখোষ আঁটা
কৃষক শ্রমিকের হচ্ছে ত্রাস
নেবে কেড়ে মুখের গ্রাস
বাংলাতে আজ পড়ছে সারা
কৃষক শ্রমিক রুখে দাঁড়া
যতই মারো লাথি ঝাটা
দালাল মন্ত্রীর দুকান কাটা |
কিছুতেই তার লজ্জা নাই
সালিম টাটার টঙ্কা চাই
'দড়ি ধরে মারো টান'
দালাল মন্ত্রী খানখান
জমি যার রইবে তার
জমি পাবে বর্গাদার
আয় সবে ছুটে আয়
সিঙ্গুর আজ পথ দেখায়
রাজকুমারের রক্ত
হবে নাকো ব্যর্থ |

.      ******************                                          
উপরে
.                            অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত  
.                     
সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত   

এই কবিতাটি 'আকিঞ্চন' সংখ্যাঃ ২৭ এ প্রকাশিত হয়েছিল