বিহারীলাল চক্রবর্ত্তী
২১. ০৫. ১৮৩৫ ~ ২৪. ০৫. ১৮৯৪
বিহারীলাল চক্রবর্ত্তী   উনবিংশ শতাব্দীর অন্যতম শক্তিমান কবি | যদিও তিনি বিধিবদ্ধভাবে স্কুল
কলেজের শিক্ষা লাভ করেন নি, তিনি সংস্কৃত এবং ইংরেজী উভয় সাহিত্যেই আগ্রোহী ছিলেন | তিনি "পূর্ণিমা",
"অবোধবন্ধু" প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেন |

তাঁর কাব্যগ্রন্থের মধ্যে "স্বপ্নদর্শন (১৮৫৮)", "সঙ্গীত শতক (১৮৬২)", "বঙ্গসুন্দরী (১৮৭০)", "সারদামঙ্গল (১৮৭৯)"  
ও "সাধের আসর (১৮৮৯)" তাঁর প্রধান গ্রন্থ |

বাংলা সাহিত্যে যখন মাইকেল মধুসূদনের অপ্রতিহত প্রভাব তখন বিহারীলাল একটি একটি স্বতন্ত্র রীতিতে  
কাব্য রচনা শুরু করেন |  
রবীন্দ্রনাথ লিখেছেন . . .
"বিহারীলালের কণ্ঠ সাধারণের নিকট তেমন সুপরিচিত ছিল না | ... কিন্তু আমি সেই প্রথম বাংলা কবিতায়
কবির নিজের সুর শুনিলাম |"
বিহারীলালের কাব্যে দেখা যায় আখ্যানকাব্যের কাঠামোর সঙ্গে গীতিকবিতার টানাপোড়েন এবং শেষ পর্যন্ত
গীতিকবিতার প্রতিষ্ঠা | উনবিংশ শতাব্দীতে যখন অনেক কবি ইতিহাস ও পুরাণ থেকে কাহিনী সংগ্রহ করে শূর
কাব্য রচনায় ব্যস্ত ছিলেন, বিহারীলাল তখন তাঁর দৃষ্টি নিবদ্ধ করেছিলেন প্রেমে, প্রকৃতিতে এবং অন্তর্মুখী জগতে |

রবীন্দ্রনাথ তাঁর প্রতিভার মূল্যায়নে বলেছেন . . .
"সাধারণের কণ্ঠস্থ শত সহস্র রচনা যখন বিনষ্ঠ এবং বিস্মিত হইয়া যাইবে সারদামঙ্গল তখন লোকস্মৃতিতে
প্রত্যহ উজ্জ্বলতর হইয়া উঠিবে এবং কবি বিহারীলাল যশঃস্বর্গে অম্লান বরমাল্য ধারণ করিয়া বঙ্গসাহিত্যের
অমরগণের সহিত একাসনে বাস করিতে থাকিবেন |"
                  
.                                        --- উত্স:  
ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩

আমাদের যোগাযোগের ঠিকানা :
srimilansengupta@yahoo.co.in
কবি বিহারীলাল চক্রবর্ত্তীর কবিতা