কবি ভবানী বেনে -র পিতৃদত্ত নাম ছিল ভবানীচরণ গন্ধবণিক | কিন্তু তিনি “ভবানী বেনে” নামেই প্রসিদ্ধি লাভ করেছিলেন | বর্ধমান জেলার অম্বিকা-কালনার কাছে সাতগেছে গ্রামে ইনি জন্মগ্রহন করেন | স্বগ্রাম পরিত্যাগ করে, কলকাতার উপনগর বরাহনগরে ইনি সপরিবারে বাস করতেন |
প্রথমে হরুঠাকুরের দলে ছিলেন | পরে নিজের কবিগানের দল গড়েন | নিজেও কবিগান বাঁধতে পারতেন |
এক সময়ে তাঁর কবির দলের বিশেষ সুখ্যাতি ছিল এবং সেই দল থেকে ইনি যথেষ্ট অর্থ উপার্জনও করেছিলেন |
আমাদের কাছে কবি ভবানী বেনে-র কোনো ছবি নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির ও তথ্যে সাখে উল্লেখ করবো | আমাদের ঠিকানা- srimilansengupta@yahoo.co.in