ভবানীর তরজা ও ঝুমুর গীত
HOME
HOME BANGLA
তর্জাওয়ালি ঝুমুরওয়ালি
ভবানী
জন্ম তারিখ অজানা ~ মৃত্যু সম্ভবত ১৮৭০ এর আশেপাশে
তরজাওয়ালি ঝুমুরওয়ালি ভবানী -কে ভবরানি নামেও ডাকা হোত | তিনি জাতিতে
স্বর্ণকার ছিলেন | তাঁর বাসস্থান ছিল মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চেতুয়া দাসপুর পরগণায় |
কলকাতায় তাঁর মৃত্যু হয় |

পুরুষ কবিওয়ালাদের মধ্যে যেমন ভোলা ময়রা,  তেমনি মহিলা তরজাওয়ালি ঝুমুরওয়ালিদের
মধ্যে ভবানীর স্থান |

একসময় তরজা ও ঝুমুরের আসরের বাংলায় খুব আদর জনপ্রিয়তা ছিল | কিন্তু সেখানে প্রচুর
অশ্লিলতার প্রচলনও ছিল | এক সময়ে অশ্লীলতার দায়ে আইন করে পুলিশে দিয়ে এই তরজা ও
ঝুমুরের আসর বন্ধ করে দেওয়াও হয়েছিল | কিন্তু ভবানী তাঁর দলকে অশ্লীলতা থেকে রক্ষা করতে
সমর্থ হয়েছিলেন এবং প্রসিদ্ধি লাভ করেছিলেন |  


.                                       --- উত্স:   
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত "বাঙালীর গান" ১৯০৫  



আমাদের ঠিকানা :
srimilansengupta@yahoo.co.in
আমাদের কাছে
কবি ভবানী- র কোনো ছবি নেই |  একটি
ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য  
আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা  
স্বীকার  করে  প্রেরকের নাম এইখানে ছবির
ও তথ্যে সাখে উল্লেখ করবো |
আমাদের ঠিকানা-
srimilansengupta@yahoo.co.in