ভবানীর তরজা ঝুমুর গীত
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
রজার গীত


.        ঠকঠকাঠকঠক
|
রাত দুপুরে ঘরে বসে, আঁটকে ওঠা সখ
|
.        ওরে ঠকঠকাঠকঠক ||
.        সখে প্রাণ বাগ মানে না মনে,
.        বেরিয়ে পড়ে হেঁচকা টানে,
আনাচ কানাচ মানব নাকো ধর্মে হবে বক |
রামা শ্যামা মিষ্টি বড়ো ভাতার বড়ো টক ||
.        গুই রামের পিশের শ্বশুর,
.        টেকোর মামার শালা |
.        মিত্তির গিন্নির পিত্তি পোড়ে
.        শুকিয়ে গেছে গলা ||
.        ছুটেছে হেদো মেদো হামলে---
.        ইটালি পদ্মপুকুর মানিকতলা
.        যায় না রাখা সামলে |
.        পেরিয়ে গেছে মেছো বাজার
.        মামদোতলার চক |
.        ওরে ঠকঠকাঠকঠক ||


.       ****************                                                                   
উপরে


মিলনসাগর
*
তরজার গীত

কী মজা বাঁধলো রে ভাই এইখানে |
কিছুতে নাই ছাড়াছাড়ি মজা উড়ছে দুজনে ||
গোল দুদিনকার নিশি, কত আর রয় ভালবাসি,
এখন তপ্ত খোলা দিয়ে দেব ওর মুখে ঘসি---
য় না আর প্রাণেতে, এঁটোপাত যায় রথে.
এখন যা কর হে ভগবান
ডাকি তোমায় যতনে ||

.       ****************
                                                                  উপরে


মিলনসাগর
*
তরজার গীত

ভালো আইন কল্লে এবার কোম্পানি রাজায় |
বেশ্যারা সব শশব্যস্ত পালিয়ে যাবে কে কোথায়
কেহ বা ত্যজে সোনার ঘর,
পারে গিয়ে পালিয়ে আছে হয়ে আতান্তর,
কেহ বা দেখে শুনে বেচে কিনে,
.                        শ্রীবৃন্দাবনে যেতে চায় |
রাজা ভালোর জন্য যায়,
হিতে বিপরীত ভেবে (এরা) সকলে পলায়,
বলে লাজে মরি, কী ঝকমারি,
.                        মৃত্যু হলে প্রাণ জুড়ায় ||


.       ****************                                                                   
উপরে


মিলনসাগর
*
ঝুমুরের গীত

.        চলো সই বাঁধা ঘাটে যাই
.       অঘাটের জলের মুখে ছাই
||
.        ঘোলা জল পড়লে পেটে,
.        গাটা অমনি গুলিয়ে উঠে,
পেট ফাঁপে আর ঢেঁকুর উঠে, হেউ হেউ হেউ |
.        (আবার) কলসিতে পাঁক
.        থেতিয়ে থাকে ঘেন্নায় মরে যাই |
.        তাই তো আমি মরছি ভেবে,
.        সখের প্রাণে দুঃখ কেন সবে,
.        তাই তো আমি মরছি ভেবে
.             কাশী কী মক্কা যাই |
.        পেট ফাঁপে আর ঢেকুর উঠে
.            যেন খেউ খেউ খেউ ||

.         
       ****************                                                        উপরে


মিলনসাগর
*
ঝুমুরের গীত

চোখের জল চোখে মরে,
বেড়াই আমি আমোদ করে,
জ্বালায় জ্বলি তবু রসে ঢলি,
আমি হেলে দুলে চলেছি
|
পোড়া গয়না বুঝি সয়না আর,
পাঁচ আবাগির পাঁচ নজরে ছার,
পোড়া বিধির বিষম মার,
কার ধার যেন করেছি
||

.       ****************                    
                                           উপরে


মিলনসাগর
*
ঝুমুরের গীত

বাপ হয়ে জামাই এনেছে,
দোষ দিব কী পরকে |
মোটা সোটা ঢোলের মতন,
যম নারে তার বলকে ||
এমন এনেছে জামাই,
ভাঙ্ ধুতুরা নাইকো কামাই, (গো)
পাকা দাড়ি ত্রিশূলধারী,
তা দেখে মন টলকে ||

.       ****************                                                               উপরে


মিলনসাগর
*
য়ূরপঙ্খীর গান

.        আরে ওই---
ভাসিয়ে প্রেমতরি হরি যাচ্চে যমুনায়
|
গোপীর কুলে থাকা হল দায়
||
.        আরে ওই---
একো তো ত্রিভঙ্গ বাঁকা আড় নয়নে চায় |
চূড়ার উপর ময়ূরপাখা বাঁশরি বাজায় ||


.       ****************                                                               
উপরে


মিলনসাগর