কবি ভবেশ বসু -র জন্ম ১৭ই মার্চ ১৯৫৩ সালে , অখণ্ড মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত
ষাঁড়পুর গ্রামে | পিতা স্বর্গীয় পঞ্চানন বসু এবং মাতা স্বর্গীয়া বিমলা দেবী |
দশ ভাইবোনের মধ্যে কবি নবম | ছোট থেকেই শুরু হয় তাঁর ভাতের জন্য সংগ্রাম | তবু গাছ, পাখী, ফুল
এবং প্রকৃতির শোভা তাঁকে অপর জনের থেকে পৃথক করেছে | সত্তর দশক থেকে তাঁর কবিতা লেখা প্রকৃত
শুরু | অবশ্য তার আগে থেকেই বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা প্রকাশিত হয়ে আসছিল | তাঁর প্রথম কাব্য গ্রন্থ
"প্রতিবেশী চাঁদ" প্রকাশিত হয় ১৯৮৪ সালে | তাঁর অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "বৃষ্টি বকুল", "ছায়ায়
ফেরা", "এই দেহে এই মোহে", "শব্দপাখি", "ফুল উচ্চারণ" প্রভৃতি | এই গ্রন্থগুলির প্রকাশক, প্রিয় শিল্প প্রকাশন,
কলকাতা |
তাঁর প্রথম উপন্যাস "মন্দিরে আজান" প্রকাশিত হয় ১৯৯৩ সালে | এ ছাড়া তাঁর দুটি সংকলন কুলকুলোতি
ও জমি বেশ জনপ্রিয় হয়েছে |
কবি ভবেশ বসুর সাহিত্যে তাঁর পিতামাতার স্থান সর্বোচ্চ | পিতা ছিলেন মানবিক গুণের অধিকারী | তিনি
মনে করতেন "...অন্ধকারের সাথে কোনো আপোস নয়, আলোই মানব জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত |
এই সূত্র ধরেই তাঁর কবিতায় বারে বারে এসেছে আলোর কথা | তিনি এক সাক্ষাত্কারে জানিয়েছেন যে ছোট
বেলায় দেখতেন, মা আতপ চালের আলপনা দিয়ে ঘর ভরিয়ে দিতেন | পরে মার কাছের এর প্রাঞ্জল ব্যাখ্যা
জানতে পারেন | তিনি বলতেন যে আলপনা হল চিহ্ন | বাড়ীতে পূজার সময় ঈশ্বরের আসা যাওয়ার পায়ের
ছাপ বহন করে | সেই জন্যই মা তাঁকে পৃথিবীতে আসার স্মৃতি রাখে যেতে বলেছিলেন | এই মাটির হৃদয়ে
যাতে প্রতিটি প্রাণের ছাপ থাকে, তা সুনিশ্চিত করার লক্ষ্যেই জীবনের প্রেম, আলো | এখন তাঁর প্রতি মুহূর্ত
কাটে কবিতায়, ভাষণে এবং সর্বপরি মানবিক মূল্যের জয়গানে |
মেদিনীপুর জেলার সাহিত্য আকাদেমির প্রতিষ্ঠাতা সম্পাদক ভবেশ বসু একজন সাহিত্য ও সাংস্কৃতিক
আন্দোলনের পথিকৃত | তাঁর স্ম্পাদনায় ও যুগ্ম-প্রকাশনায় আকাদেমীর উল্লেখযোগ্য প্রকাশিত উল্লেখযোগ্য
বইগুলি হল "মেদিনীপুর জেলার গল্প সংকলন", "মেদিনীপুর জেলার উপন্যাস সমগ্র (প্রথম খণ্ড)", "মেদিনীপুর
জেলার ছড়া সংকলন" |
কবি ভালবাসেন ফুল, শিশু এবং বিবেক সন্ধানী মানুষ |
আমরা আনন্দিত এই জন্য যে আমাদের সাইটে কবি তাঁর কিছু কবিতা আমাদের তুলতে দিয়েছেন |
কবির সঙ্গে যোগাযোগের ঠিকানা -
পোস্ট - ইন্দা, খড়গপুর, জেলা - পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত, পিন - ৭২১৩০১
চলভাষ - +919474759997
আমাদের যোগাযোগের ঠিকানা :-
srimilansengupta@yahoo.co.in
.