ভোলা ময়রা বা ভোলানাথ-এর জন্ম সম্ভবতঃ কলকাতার বাগবাজারে হয় | সেখানেই তাঁর নিজের হাতে তৈরী লুচি, সন্দেশ, খই, মুড়কি প্রভৃতির দোকান ছিল | বাল্যকালে তিনি কিছুদিন পাঠশালায় পড়াশুনা করেছিলেন এবং ক্রমে বহু অর্থ উপার্জন করে গ্রে স্ট্রীটে একটি বাড়ী নির্মাণ করেন | কেউ কেউ বলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর বিশেষ গুণগ্রাহী ছিলেন |
তিনি শোভাবাজারের রাজা নবকৃষ্ণ বাহাদুরের সভাসদ, প্রখ্যাত কবিয়াল হরু ঠাকুরের শিষ্য ছিলেন এবং পরে নিজের দল গঠন করেন এবং তখনকার বিখ্যাত কবিয়াল যগা বেনে, ঠাকুর সিংহ, রাম বসু, এন্টনি ফিরিঙ্গি প্রভৃতির সাথে কবির লড়াইয়ে অংশ গ্রহণ করেন | তাঁর রচিত কবিগান খুব জনপ্রিয় হয় |
. --- উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩ . রমেশচন্দ্র মজুমদার, বাংলা দেশের ইতিহাস, . ডঃ শ্রীপ্রফুল্লচন্দ্র পাল, প্রাচীন কবিওয়ার গান
ভোলা ময়রার কবিগান
ভোলা ময়রা ১৭৭৫ ~ ১৮৫১
আমাদের কাছে কবিয়াল ভোলা ময়রার কোনো ছবি নেই | একটি ছবি আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির সাখে উল্লেখ করবো |