ভোলা ময়রার কবিগান যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
(উত্স - ডঃ শ্রীপ্রফুল্লচন্দ্র পাল, প্রাচীন কবিওয়ালার গান) আমি ময়রা ভোলা ভিঁয়াই খোলা, (ওগো) সর্দ্দি গর্ম্মি নাহি মানি | ফুরাইল বারমাস, ষড়্ ঋতুর হয় নাশ, (ওগো) কেবল এই কথাটা জানি || শীত এলে লেপ লই গর্ম্মী এল ঘোল মই, যাহা কিছু হাতে আসে "কবির নেশায়" দিই ঢালি || শরতে হেমন্তে বৈশাখে বসন্তে, ভোলার খোলা নাহি খালি || কালো মেঘে বর্ষাকালে বক উড়ে দলে দলে ময়ূরের পেকমের বাহার | ষড় ঋতুর বার মাসে, মাঘের মেঘের শেষে, পেটের দায়ে জাতির ব্যপার || নহি কবি কালিদাস বাগবাজারে করি বাস পূজো এলে পুরি মিঠাই ভাজি | বসন্তের "কুহু" শুনে ভক্তি-চন্দন সনে মনফুল রামচরণে করি রাজি || তবে যদি কবি পাই হটে কভু নাহি যাই, হোক্ বেটা যতই মন্দ জাহাজ, ডোঙ্গা, সোলা, নাও, যাহাতে মিলাইয়া দাও, ভোলা নহে কিছুতেই জব্দ | . ************************ সূচিতে ফেরত মিলনসাগর |