ভোলা ময়রার কবিগান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
১।    খীসংবাদ   
২।    
মাথুর   
৩।    
আমি ময়রা ভোলা  
৪।     
ময়মনসিংহের মুগডাল, খুলনার ভাল খই   

৫।     
ভোলা ময়রা বনাম এন্টনি ফিরিঙ্গী   
৬।     
ভোলা ময়রা বনাম এন্টনি ফিরিঙ্গী      
৭।     
ভোলা ময়রা বনাম এন্টনি ফিরিঙ্গী   
৮।     
ভোলা ময়রা বনাম এন্টনি ফিরিঙ্গী ৪       
৯।     
ভোলা ময়রা বনাম জগা বেনে     
১০।    
ভোলা ময়রা বনাম জনৈক কবিয়াল    
    
 


[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্ লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা, তথ্য,
কবিতা বা তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা
https://www.milansagar.com/index.html
দয়া করে একটি ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্ লগ্  বা সাইট থেকে, ধন্যবাদ ! ]
সখীসংবাদ    
(উত্স - ডঃ শ্রীপ্রফুল্লচন্দ্র পাল, প্রাচীন কবিওয়ালার গান)  


চিন্তা নাই চিন্তামণির বিরহ,
ঘুচিল এত দিনের পর |
অন্তরে জুড়াও গো কিশোরী,
হেরে অন্তরে বাঁকা বংশীধর |
যে শ্যাম-বিরহেতে ছিলে কাতরা নিরন্তর,
সেই চিকণ কাল, হৃদে উদয় হ'ল,
এখন সুশীতল কর গো অন্তর |
যদি অন্তরে অকস্মাৎ উদয় হ'ল রাধানাথ,
আছে এর চেয়ে বল কি সুমঙ্গল |
বুঝি নিবলো রাধে,
তোমার অন্তরের কৃষ্ণবিরহ অনল |
হেরে অন্তরে কালাচাঁদ অন্তরে পূরাও সাধ,
অন্তর করো না আর নীলকমল ||
এ সময় পরশিতে বলো না, হয় পাছে অমঙ্গল |
বিধি এই করুন, ঘুচুক শ্যাম বিচ্ছেদ
রাই তোমার |
ওগো চন্দ্রমুখী, কৃষ্ণসুখে সুখী,
তোমায় সদা দেখি সাধ সবাকার ||
গোপিকার করিলেন মাধব আজি
বিরহানল বুঝি সুশীতল ||


.        ************************                                             
সূচিতে ফেরত


মিলনসাগর
মাথুর    
(উত্স - ডঃ শ্রীপ্রফুল্লচন্দ্র পাল, প্রাচীন কবিওয়ালার গান)

কংসের রাজ্যেতে সই করিলে মধুর-লীলে,
এ মথুরায় |
ছিল কুব্জা কুৎসিত কংসের দাসী,
চন্দন দান করে হ'লো সুরূপসী,
মধুর প্রেম বৃন্দাবনে মন বাঁধা রাই-চরণে,
দিলেন কুব্জার ভক্তির গুণে চরণ আশ্রয় ||

ব্রজাঙ্গনা বিনা আমার মন অন্যেতে কি পায় ||

আছে ব্রজেতে রাইরঙ্গিণী, রুপে সৌদামিনী,
প্রেমের অধীন আমি তার, ব্যক্ত ত্রিসংসার |
হায় হায় গো!
সবাই জানে রাধা কানু বিভিন্ন নয় একই তনু,
আমার এ মন করে হরণ এমন সাধ্য কার ||

আমি তিলার্দ্ধ শ্রীবৃন্দাবন ছাড়া তো নই,
মনের কথা কই, মনের কথা কই,
বাসুদেব রূপে আছি কংসের আলয় ||


.         ************************                                                     
সূচিতে ফেরত


মিলনসাগর
(উত্স - ডঃ শ্রীপ্রফুল্লচন্দ্র পাল, প্রাচীন কবিওয়ালার গান)


আমি ময়রা ভোলা                             ভিঁয়াই খোলা,
(ওগো) সর্দ্দি গর্ম্মি নাহি মানি |
ফুরাইল বারমাস,                        ষড়্ ঋতুর হয় নাশ,
(ওগো) কেবল এই কথাটা জানি ||
শীত এলে লেপ লই                       গর্ম্মী এল ঘোল মই,
যাহা কিছু হাতে আসে "কবির নেশায়" দিই ঢালি ||
শরতে হেমন্তে                                বৈশাখে বসন্তে,
ভোলার খোলা নাহি খালি ||
কালো মেঘে বর্ষাকালে                বক উড়ে দলে দলে
ময়ূরের পেকমের বাহার |
ষড় ঋতুর বার মাসে,                মাঘের মেঘের শেষে,
পেটের দায়ে জাতির ব্যপার ||
নহি কবি কালিদাস                  বাগবাজারে করি বাস
পূজো এলে পুরি মিঠাই ভাজি |
বসন্তের "কুহু" শুনে                        ভক্তি-চন্দন সনে
মনফুল রামচরণে করি রাজি ||
তবে যদি কবি পাই                   হটে কভু নাহি যাই,
হোক্ বেটা যতই মন্দ
জাহাজ, ডোঙ্গা, সোলা, নাও,       যাহাতে মিলাইয়া দাও,
ভোলা নহে কিছুতেই জব্দ |


.         ************************                                                     
সূচিতে ফেরত


মিলনসাগর
(উত্স - রমেশচন্দ্র মজুমদার, বাংলা দেশের ইতিহাস)

ময়মনসিংহের মুগডাল, খুলনার ভাল খই |
ঢাকার ভাল পাতক্ষীর, বাঁকুড়ার ভাল দই ||
কৃষ্ণনগরের ক্ষীরপুরী (সরপুরিয়া) ভাল, মালদহের ভাল আম |
উলোর ভাল বাঁদর-বাবু, মুর্শিদাবাদের জাম ||
রংপুরের শ্বশুর ভাল, গুপ্তিপাড়ার মেয়ে |
মাণিককুণ্ডের মূলো ভাল, চন্দ্রকোণার ঘিয়ে ||
দিনাজপুরের কায়েৎ ভাল, হাবড়ার ভাল শুঁড়ি |
পাবনা জেলার বৈষ্ণব ভাল, ফরিদপুরের মুড়ি ||
বর্ধমানের চাষী ভাল, চব্বিশ পরগণার গোপ |
পদ্মানদীর ইলিশ ভাল, কিন্তু বংশলোপ ||
হুগলির ভাল কোটাল লেঠেল, বীরভূমের ভাল ঘোল |
ঢাকের বাদ্যি থামলেই ভাল --- হরি হরি বোল ||


.         ************************                                                     
সূচিতে ফেরত


মিলনসাগর