ভুজঙ্গধর রায়চৌধুরী
১৮৭২ ~ ১৫. ০৯. ১৯৪০
কবি ভুজঙ্গধর রায়চৌধুরী
রবীন্দ্রানুসারী কবিদের একজন |
তিনি তাঁর বাসস্থান বসিরহাট থেকে "পল্লীবাসী" নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন | এই
পত্রিকা দুই বছর চলেছিল (১৯১৭-১৯) |
তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "মঞ্জির" (১৯০৮), "গোধূলি" (১৯১১), "শিশির" (১৯১৪), "ছায়াপথ"
(১৯১৪) এবং "রাকা" (১৯১৬) |
. --- উত্স:
ডঃ শিশির কুমার দাশ
, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
আমাদের ঠিকানা :
srimilansengupta@yahoo.co.in
ভুজঙ্গধর রায়েচৌধুরীর কবিতা
আমাদের কাছে
কবি ভুজঙ্গধর রায়েচৌধুরীর
কোনো
ছবি নেই | একটি ছবি আমাদের কাছে
পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে
প্রেরকের নাম এইখানে ছবির সাখে
উল্লেখ করবো |
আমাদের ঠিকানা-
srimilansengupta@yahoo.co.in