ভুজঙ্গধর রায়েচৌধুরীর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
১।     মি       
২।     
জ্ঞান ও ভক্তি      

 
*
আমি

দুইটি বিরোধী "আমি"র নিবাস দোহের ভিতরে মোর,
তোমারি কারণে দুঁহু দোঁহা সনে সতত কলহ ভোর |
এক আমি সদা তোমা ভুলি গলে জড়ায় মায়ার পাশ,---
আর আমি চায় লুটিতে ও পায় টুটিয়া করম-ফাঁশ |
রোষে, অভিমানে, ক্ষুব্ধ পরাণে এক আমি রহে দূরে,---
মান, অপমান পাশরি অপরে তোমা লাগি সদা ঘুরে |
বিষের আধার বিষয়-বিকার একে করে জর্জর,
তব প্রেম-সুধা অপরের ক্ষুধা নিবারে নিরন্তর |
আধেক আমার তোমার মাঝারে মিশিয়া পূর্ণ হয়,---
বাকি আধা মোর তোমারে ভুলিয়া সতত ক্ষুন্ন রয় |
এ দুই আমার বাদ অনিবার পাগল করিল মোরে,
একেরে ছাড়িয়া অপরে লইতে পরাণ নাহিক সরে |
তুমি এ দুটিরে গড়িয়াছ নাথ, তোমারে শুধাই তাই---
করুণা করিয়া পার না করিতে দুই আমি একঠাঁই?


.                     ****************                                             
উপরে


মিলনসাগর
*
জ্ঞান ও ভক্তি

জ্ঞান বলে, এই দেহ নিতান্ত নশ্বর,
ভক্তি বলে, ভগবান দেহের ভিতর |
জ্ঞান বলে, মিথ্যা মায়া পুত্র পরিবার,
ভক্তি বলে, এ সংসার নিত্য লীলা তাঁর |
জ্ঞান বলে, বন্ধ-মূল কর্ম কর নাশ,
ভক্তি বলে, কৃষ্ণার্পিত কর্ম নহে পাশ |
জ্ঞান বলে, ধ্যান যোগে শূণ্য কর মন,
ভক্তি বলে, প্রেম-রসে করে নিমজ্জন |
জ্ঞান বলে, আমি সেই ব্রহ্ম অবিনাশ,
ভক্তি বলে, আমি তাঁর দাসের সে দাস |
জ্ঞান বলে, আত্ম-রতি সাধ আত্মা সনে,
ভক্তি বলে, কৃষ্ণ পতি জীবনে মরণ |
জ্ঞান-হীন ভক্তি-হীন আমি বলি, নাথ!
অন্ধজনে নিয়ে চল ধরি দুটি হাত |



.              ****************                                                 
উপরে
 

মিলনসাগর