জ্ঞান বলে, এই দেহ নিতান্ত নশ্বর, ভক্তি বলে, ভগবান দেহের ভিতর | জ্ঞান বলে, মিথ্যা মায়া পুত্র পরিবার, ভক্তি বলে, এ সংসার নিত্য লীলা তাঁর | জ্ঞান বলে, বন্ধ-মূল কর্ম কর নাশ, ভক্তি বলে, কৃষ্ণার্পিত কর্ম নহে পাশ | জ্ঞান বলে, ধ্যান যোগে শূণ্য কর মন, ভক্তি বলে, প্রেম-রসে করে নিমজ্জন | জ্ঞান বলে, আমি সেই ব্রহ্ম অবিনাশ, ভক্তি বলে, আমি তাঁর দাসের সে দাস | জ্ঞান বলে, আত্ম-রতি সাধ আত্মা সনে, ভক্তি বলে, কৃষ্ণ পতি জীবনে মরণ | জ্ঞান-হীন ভক্তি-হীন আমি বলি, নাথ! অন্ধজনে নিয়ে চল ধরি দুটি হাত |