চঞ্চলকুমার চট্টোপাধ্যায়
জন্ম ১৯১৫
কবি চঞ্চলকুমার চট্টোপাধ্যায়   একজন বামপন্থী বিশিষ্ট কবি ও অনুবাদক |

১৯৮০ সালে মূলত লিটল ম্যাগাজিনের কবিদের সংকলন "ব্রাত্য পদাবলী" সম্পাদনা করার সময়
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়  লিখেছিলেন --- "চঞ্চলকুমার চট্টোপাধ্যায় কবিতা লেখা প্রায় ছেড়েই
দিয়েছেন, তাঁর কাব্যগ্রন্থগুলি এখন দুষ্প্রাপ্য" | আমরাও তাঁর কোনো কাব্যগ্রন্থ হাতে পাই নি |  
বিভিন্ন সংকলন থেকে মাত্র তিনটি কবিতা সংগ্রহ করতে পেরেছি |

তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে  "বর্ষশেষ" (১৯৩৮), "বসুন্ধরা" (১৯৪৫), "কয়েকটি প্রেমের কবিতা"
(১৯৫৫) প্রভৃতি |

"দান্তে আলিনিয়োর" (১৯৬৭) নামক প্রবন্ধ গ্রন্থ এবং মূল ইটালিয়ান থেকে দান্তের অনুবাদের জন্য
তিনি খ্যাতি লাভ করেছেন |


.                                       --- উত্স:  
ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩


আমাদের ঠিকানা :
srimilansengupta@yahoo.co.in
চঞ্চলকুমার চট্টোপাধ্যায়ের কবিতা
HOME
HOME BANGLA
আমাদের কাছে
কবি চঞ্চলকুমার চট্টোপাধ্যায়ের কোনো
ছবি নেই | একটি ছবি এবং তাঁর সম্বন্ধে
আরও তথ্য আমাদের কাছে পাঠালে
আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের
নাম এইখানে ছবির সাখে উল্লেখ করবো |
আমাদের ঠিকানা-
srimilansengupta@yahoo.co.in