কবি দেবব্রত ঘোষ এর জন্ম এবং শৈশব তথা স্কুল জীবন কাটে কলকাতার বাটানগরে |
বিজ্ঞানে স্নাতক হন কলকাতার সিটি কলেজ থেকে | স্নাতকোত্তর এম.এসসি. পাশ করেন কলকাতার
সায়েন্স কলেজ থেকে |
চাকরি সূত্রে তিনি বর্তমানে দিল্লির বাসিন্দা | সেখানকার অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থায়
(AIIMS) তিনি জীবন বিজ্ঞানের অধ্যাপক পদে কর্মরত |
ছাত্রাবস্থায় তিনি বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন | কবিতা লেখার আবেগও তখন থেকেই |
নিজেকে কবি বলতে ভালবাসেন না, কবিতা ভালবাসেন | এখানে আমরা তাঁর কাব্যগ্রন্থ বিষাদব্যাধ
থেকে কয়েকটি কবিতা তুলে দিয়েছি |
কবির সঙ্গে যোগোযোগ :
dghosh57@gmail.com
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in