কবি দীন বাউল -এর আসল নাম গোলকচন্দ্র বন্দ্যোপাধ্যায় | তিনি উনবিংশ শতকের কবি ছিলেন |
তিনি অধুনা বাংলাদেশের পাবনা জেলার মানুষ ছিলেন | তাঁর সম্বন্ধে এর বেশী কোনো তথ্য আমাদের কাছে নেই |
তাঁর গান পূর্ববঙ্গে খুব জনপ্রিয় হয়েছিল | তাঁর গান মূলত বাউলাঙ্গের | তত্কালীন জাগতিক দৈনন্দিন জীবনের খুটুনাটির মধ্য দিয়েই তাঁর ভাবের প্রকাশ | তাঁর ভাষা সাঙ্কেতিক ও সহজ | তাঁর কাব্যে আইন আদালত, তাস, দাবা, রেল যাত্রা সবই দেখতে পাওয়া যায় |
আমাদের কাছে কবি দীন বাউল-এর কোনো ছবি নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির ও তথ্যে সাখে উল্লেখ করবো | আমাদের ঠিকানা- srimilansengupta@yahoo.co.in