কবি দীন বাউলের গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
.        চল ভাই আর দেরী নাই,
.        ওই টিকিটের ঘন্টা পল |
ত্বরায় যাই, এস্টেশনে, দেখে শুনে তল্পি তোলো ||
প্যাসেঞ্জার যাচ্ছে যত, বলছে টাইম ওভার হল
.        হুড় হুড় হুড় আস্ছে গাড়ি.
.        হুড়োহুড়ি লাগলো ভালো ||
.        ঝোলা ব্যাগ যাচ্ছে বেগে,
.        যারা আগে টিকিট পেল |
.        কেউ বা যেতে টিকেট বিনে,
.        পুলিশম্যানে চালান দিল |
কত জন কচ্ছে রোদন, হে গোবিন্দ এ কি হলো |
.        কী দিয়ে করবো টিকেট,
.        হায় কে পকেট কেটে নিলো |
.        দীন-দুখী দেখে টিকিট-মাস্টার যারে সদয় ছিল |
.        বিনা মূল্যে অনায়াসে,
.        পাশ পেয়ে সে পাশিয়ে গেল ||
দীন বাউল ওই শামিলে, দলে মিলে টিকেট পেল
.        হরি হরি কও সকলে,
.        চারি দিকে অলরাইট হল ||


.       ****************                                                                   
উপরে


মিলনসাগর
*
.        সামাল সামাল মন-মাঝি রে,
.        হাল ঠিক যেন থাকে |
উঠেছে হামাল ভারি ডরিও না দেখে ||
হুহু কলকলকল, ওই পাকে ডাকছে জল,
সাবধানে ঘুরিয়ো রে কল, সলায় টিপ রেখে ||
যে টান দেখছি কিনারে, কাটানে যেয়ো না রে,
কোন টানে ভলকা মেরে         ফেলবে বিপাকে ||
.        শেষে পাব্ নে সুমোর,
.        এই বেলা নে বেঁধে কোমর,
নইলে তোর ভাঙ্গবে গুমোর, এলে বাণ ডেকে ||
একে তরণি জরা, ভরা তায় পাপের ভরা,
দেখো যেন যায় না মারা, চড়াতে ঠেকে ||
ভক্তি-মাস্তুলে হরিনাম-বাদাম তুলে,
দীন বাউলে বলে দেও পাড়ি সুখে ||


.       ****************                                                                   
উপরে


মিলনসাগর
*
.        কেন দাবা খেলতে এলি বলো |
.        ক্রমে, ক্রমে যে তোর এল বল |
.        ছি ছি না জেনে চাল, হবি বেচাল রে,
.        ও তোর বিপক্ষ হলো প্রবল ||
.        যে তুই বোড়ের লোভে চাললি দুই ঘোড়া,
ও তোর কপাল পুড়ে চাপায় পড়ে গেল রে মারা,
.        পড়ে উঠ্ সা  কিস্তি, ম'ল কিস্তি রে,
.        ওই দেখ হাসছে তোর বিপক্ষদল ||
.        যে ঘোর ছয় চক্করে মন্ত্রী পড়েছে,
এসে ধল্ল যেতে ঘাড় যেতে, আর কি পথ আছে |
.        শেষে না পেয়ে পদ এ কী বিপদ রে,
.        দাবা পিলের সঙ্গে হয় বদল ||
.        হায় হায় গজ দুটি তার বিপক্ষের ঘরে,
সহায় কেউ হল না, জোর পেলে না,
.                এল না ফিরে |
.        কেবল কিস্তি কিস্তি নাই সোয়াস্তি রে,
.        ও তোর রাজা যে হল পাগল ||
.        এবার বাঁচবি কিসে পঞ্চ-রঙের হাত ;
যখন শত্রু এসে ধরবে ঠেসে, করবে কিস্তি মাত |
.        এ দীন বাউলে বলে, কলকৌশলে রে,
.        ও তুই এই বেলা চাল মাতে চল্ ||


.                    ****************                                                     
উপরে


মিলনসাগর
*
.        আর কি এবার ভাবনা রে আছে |
.        নথি ফুল-বেঞ্চে পেশ হয়েছে ||
.        যাবে লোয়ার কোর্টের হুকুম কেটে রে,
.        আছে যে সহায় আমার পাছে ||
.        যারে মাল মহলের করলেম ম্যানেজার,
করে জবরদখল, সোনার মহল করলে ছারেখার |
.        দিল মিথ্যে সাক্ষ্য ছয় বিপক্ষ রে,
.        তাইতে অন্যায় ডিক্রি পেয়েছে ||
.        এবার সদর আপিল করেছি দাখিল ;
.        আপনি গ্রাইণ্ড লিখে, দিলেন দেখে,
.                                শ্রীশ্রীনাথ উকিল |
.        করবেন মিত্র-জজে, বিচার নিজেরে,
.        কীসের ব্যারিস্টার আর তার কাছে |
.        হাকিম, দীনদরিদ্র জানেন আমারে,
.        দয়াল নাম যে প্রকার,
.        নালিশ এবার চলবে পাপরে ||
.        ও সে যে আদালত বুঝবে হালত রে,
.        আমার ধর্মসাক্ষী রয়েছে ||
.        আছে সব প্রিপেয়ার নইলে আর ব্যস্ত ;
ঠুকে আনব মহল, করে বহল, সত্ত্বসাব্যস্ত |
.        প্রিবি-কৌন্সিলের সে নজির এসে রে,
.        আমার তমাদি-দোষ কেটেছে |
.        বলে, দীন বাউলে ভাবছো কী রে মন,
.        এবার গবর্মেন্ট আপিলান্ট,
.        নাই তোমার মোচন |
.        বমাল খরচার দাবি, পয়মাল হবি রে,
.        আবার দয়মাল চার্জ রয়েছে ||


.                    ****************                                                     
উপরে


মিলনসাগর
*
.        বৃথা ভবে খেলাতে এলি তাস |
.        ও তোর মন্ত্রী কচ্ছে সর্বনাশ ||
.        এমন কাগজ পেয়ে, অল্পেয়ে রে
.        কেন ডাকিলেন ইস্তক-পঞ্চাশ |
হাতে রং থাকতে তুই খেললি এ কী রূপ,
এসে তোর সাক্ষাতে বিপক্ষেতে মারতেছে তুরুপ,
.        কীসে বল্ রে এবার পিঠ পাবি আর রে,
.        হাতের সকল ফেরাই দিলি পাশ |
.        হেসে বিন্তি কাবার কচ্ছে বিপক্ষে,
.                কিসে রাখবি কাগজ দেখিনে গোচ
.                কিছুই তোর পক্ষে,
হায় হায় এমন খেলায় হারলি হেলায় রে,
.        করিস হাতেক পাঁচের কি আশ্বাস |
ও য়ে টেক্কাতে পিঠ নেয় তুরুপ করে,
.        ও তুই এমন বেহুঁশ, দস দিলি ঘুষ,
.        গোলাম না মেরে |
.        এখন হাত থাকিতে বশ নে হাতে রে
.        শেষে পাবিনে আর অবকাশ ||
যখন তিনকুড়ি সাত দেখাতে কবে,
তখন কি দেখাবি খাবি খাবি চক্ষুস্থির হবে |
এ দীন বাউল বলে, হরি বলে রে,
শেষে পুড়বে রে তোর বুকে বাঁশ ||


.                    ****************                                                     
উপরে


মিলনসাগর
*
.        এ ঘোর ভব-সাগরের জলে |
.        বসে আছে জেলে জাল ফেলে ||
যে জগৎ-বেড়ে, ভোলা মন, মন রে আমার
.        এ যে জগৎ-বেড়ে, ধরল বেড়ে,
.        জগতের জীব এককালে |
.        এ জালে নাই কারু পরিত্রাণ ;
যত বোয়াল কাতল, চেলং চিতল ঘুচবে সবার প্রাণ
.        ও তোর, পুঁটির জীবন,
.        ভোলা মন, মন রে আমার
.        ও তোর পুঁটির জীবন,
.        আর কতক্ষণ বাঁচবি ডুড়ি টান দিলে ||
.        যে ছয় বেটা সে জালের অধীন ;
.        তারা খুঁজে খুঁজে জালের মাঝে,
.        আনছে যত মীন |
জেলে সকল জানে, ভোলা মন, মন রে আমার
.        জেলে সকল জানে, যা যেখানে
.        রয় না ছাপা লুকালে ||
.        যাদের কিছু সাধন-বল আছে,
.        তারা ছিঁড়ে ছুটে, এ জাল কেটে
.        পাশিয়ে যেতেছে |
ও তোর কোথায় সে বল, আরো কেবল,
.        বাঁধিয়ে নিলি ফাঁস গলে ||
.        বিপদকালে ঘটে রে জঞ্জাল,
এ দীন বাউল বলে কলেবলে কাটল না রে জাল
ও সেই কাল-নিবারণ ভোলা মন মন রে আমার
.        ও সেই কাল-নিবারণ হরির চরণ
.        করো স্মরণ এই কালে ||


.                    ****************                                                     
উপরে


মিলনসাগর
*
বাঁশের দোলাতে উঠে, কে হে বটে,
শ্মশানঘাটে যাচ্ছ চলে |
সঙ্গে সব কাঠের ভরা, ( হায় কী দশা )
সঙ্গে সব কাঠের ভরা, লটবহরা,
জাত-বেহারার কাঁদে দুলে |
ওই শুনো ঘরে পরে, সবাই কাঁদে,
ছেলেরা কাঁদে বাবা বলে |
কোথা সে সব মমতা, (হায় রে দশা )
কোথা সে সব মমতা, কও না কথা,
এখন কি তা ভুলে গেলে ||
ঘুরে যে দিল্লি লাহোর, ঢাকা-শহর,
টাকা মোহর নিয়ে এলে,
খেতে না পয়সা সিকি,
( হায় রে দশা ) খেতে না পয়সা সিকি,
কও হে দেখি, তার কিছু কি সঙ্গে নিলে?
রং বিরং শালের জোড়া, গাড়ি ঘোড়া,
চেন ঘড়ি সব কোথায় থুলে ||
হবে যে এমন দশা, ( হায় কী দশা )
হবে যে এমন দশা, দশম দশা,
জীবদ্দশায় ভুলে ছিলে ||
শত্রুতা প্রকাশিতে, যাথে সাথে,
হরষেতে সেই সকলে |
বলছে ভাই ভালোই হল,
( ওই দেখ সব ) বলছে ভাই ভালোই হল,
বালাই গেল, হাড় জুড়ালো, এত কালে ||
খেদে দীন বাউলে কয়, এ সমুদয়,
.        দেখে শুনেও লোক সকলে,
.        একটি দিন এ ভাবনা,
.         হায় কী দশা একটি দিন এ ভাবনা,
.        কেউ ভাবে না, বিষয়মদে থাকে ভুলে ||


.                  ****************                                                     
উপরে


মিলনসাগর
*
ঘরের মানুষ মরেই আছে, কেবল মিছে,
তারে খুঁজে পাগল হলি |
চিরকাল আপন দোষে, ( ও ভোলা মন )
চিরকাল আপন দোষে, তার উদ্দেশে,
দেশে দেশে ঘুরে মলি |
মথুরা বৃন্দাবন, নদমদী বন,
তীর্থ ভ্রমণ করে এলি |
যত যা শুনলি কানে
( ও ভোলা মন ) যত যা শুনলি কানে,
বল্ সেখানে তার কিছু কি দেখতে পেলি ||
পড়ে ম আলায়ভোলায়, বুঝবার হেলায়,
বলবুদ্ধি সকল হারালি |
আঁচলে মানিক বেঁধে, ( ও ভোলা মন )
আঁচলে মানিক বেঁধে, কেঁদে কেঁদে,
সাঁতারে হাতড়াতে গেলি ||
যদি তুই করতিস যতন, পেতিস রতন,
অযতনে সব খোয়ালি |
হায় এমন চোখের কাছে,
( ও ভোলা মন ) হায় এমন চোখের কাছে,
মানিক নাচে, দেখলিনে চোখ বুজে রলি ||
ভেবে দীন বাউল বলে, ভ্রমে ভুলে
বৃথায় চিরদিন কাটালি |
মানসে দেখোরে ভেবে, ( ও ভোলা মন )
মানসো দেখোরে ভেবে, ভক্তিভাবে,
মানুষ পাবে যুক্তি বলি ||


.                  ****************                                                     
উপরে


মিলনসাগর
*
এসে সংসার প্রবাসে, আশার বসে,
.        করো কী অসার ভাবনা |
যে কাজে, ভবে আসার, ( ও ভোলা মন )
যে কাজে, ভবে আসার, হবে সুসীর,
.        কেন রে সেই সার ভাবো না ||
যে কালে বাঁধবে কালে, বিপদকালে,
.        দুখের পারাপার রবে না |
.        সেই কালে জানবে রে মন,
( ও ভোলা মন ) সেই কালে জানবে রে মন,
শমন কেমন, কেমন এ বিষয়-ভাবনা |
এ যাদের ভাবছ আপন, নিশির স্বপন,
সাথের সাথী কেউ হবে না |
যে সময়, ধরবে শমন, ( ও ভোলা মন )
যে সময়, ধরবে শমন, মুদে নয়ন,
আপন বলে কেউ ছোঁবে না ||
যত সব পয়সা কড়ি, কচ্ছ দেড়ী,
ঘর বাড়ি সঙ্গে যাবে না |
কেবল পাঁচ কড়াকড়ি, ( ও ভোলা মন )
কেবল পাঁচ কড়াকড়ি, কলসি দড়ি,
কাঠখড়ি আর চটবিছানা ||
শ্মশানের ধার শুধিয়ে, ছড়া দিয়ে,
নেয়ে ধুয়ে বন্ধু জানা |
সিন্দুকের তালা খুলে, ( ও ভোলা মন )
সিন্দুকের তালা খুলে, দেখবে তুলে,
.        নগদ কিছু আছে কিনা |
খেদে দীন বাউল বলে, মনে বিফলে,
.        মায়ায় ভুলে আর থেকো না |
পলকের নাই ভরসা, ( ও ভোলা মন )
পলকের নাই ভরসা, কীসের আশা,
.        শেষের উপায় তাই দেখো না ||


.                  ****************                                                     
উপরে


মিলনসাগর
*
.        কোথা দীনদুঃখী তোরা, আয় রে ত্বরা,
.                গৌরচাঁদের প্রেম-বাজারে |
হরিনাম, মধুকরী, ( আয় রে তোরা ) হরিনাম,
মাধুকরী, মিঠাই পুরি, প্রেমের ঝুরি খেয়ে যা রে ||
.        যত সব যাচ্ছে দুখো, প্রেমের ভুখো,
.        নিতাই আমার যতন করে |
যে যত পাচ্ছে খেতে, ( দেখসে তোরা )
যে যত পাচ্ছে খেতে, ইচ্ছে মতে, দিচ্ছে
পাতে ঝাঁকা ধরে || অদ্বৈত দয়ার নিধি,
নিরবধি বসেছেন ভাণ্ডার করে |
নিচ্ছে যার যেমন, ( দেখসে তোরা )
.        নিচ্ছে যার যেমন সাধন,
.        অমূল্য ধন বিনামূল্যে ঝোলা ভরে |
.        কত শোকার্ত তাপী, মহাপাপী
.         পড়েছিল ধরা ধরে |
.         হল পাপ তাপ নিবারণ
( দেখসে তোরা ) হল পাপ তাপ নিবারণ,
সোনার বরণ গৌরচাঁদের চরণ হেরে |
দেখতে আনন্দ-বাজার, হাজার হাজার,
.        লোক ধেয়েছে নদেপুরে |
.        গেল সব মনের দ্বন্দ্ব,
( দেখসে তোরা ) গেল সব মনের দ্বন্দ্ব,
প্রেমের দ্বন্দ্ব, পূর্ণানন্দ ঘর বাহিরে |
.        বদনে হরি হরি গৌর হরি,
.        সাঙ্গপাঙ্গ সঙ্গে করে |
.        আনন্দে মত্ত কীবা,
( দেখসে তোরা ) আনন্দে মত্ত কীবা,
হায় কী শোভা দীন বাউলের হৃদ-মাঝারে ||


.                  ****************                                                     
উপরে


মিলনসাগর