. কেন দাবা খেলতে এলি বলো | . ক্রমে, ক্রমে যে তোর এল বল | . ছি ছি না জেনে চাল, হবি বেচাল রে, . ও তোর বিপক্ষ হলো প্রবল || . যে তুই বোড়ের লোভে চাললি দুই ঘোড়া, ও তোর কপাল পুড়ে চাপায় পড়ে গেল রে মারা, . পড়ে উঠ্ সা কিস্তি, ম'ল কিস্তি রে, . ওই দেখ হাসছে তোর বিপক্ষদল || . যে ঘোর ছয় চক্করে মন্ত্রী পড়েছে, এসে ধল্ল যেতে ঘাড় যেতে, আর কি পথ আছে | . শেষে না পেয়ে পদ এ কী বিপদ রে, . দাবা পিলের সঙ্গে হয় বদল || . হায় হায় গজ দুটি তার বিপক্ষের ঘরে, সহায় কেউ হল না, জোর পেলে না, . এল না ফিরে | . কেবল কিস্তি কিস্তি নাই সোয়াস্তি রে, . ও তোর রাজা যে হল পাগল || . এবার বাঁচবি কিসে পঞ্চ-রঙের হাত ; যখন শত্রু এসে ধরবে ঠেসে, করবে কিস্তি মাত | . এ দীন বাউলে বলে, কলকৌশলে রে, . ও তুই এই বেলা চাল মাতে চল্ ||
. এ ঘোর ভব-সাগরের জলে | . বসে আছে জেলে জাল ফেলে || যে জগৎ-বেড়ে, ভোলা মন, মন রে আমার . এ যে জগৎ-বেড়ে, ধরল বেড়ে, . জগতের জীব এককালে | . এ জালে নাই কারু পরিত্রাণ ; যত বোয়াল কাতল, চেলং চিতল ঘুচবে সবার প্রাণ . ও তোর, পুঁটির জীবন, . ভোলা মন, মন রে আমার . ও তোর পুঁটির জীবন, . আর কতক্ষণ বাঁচবি ডুড়ি টান দিলে || . যে ছয় বেটা সে জালের অধীন ; . তারা খুঁজে খুঁজে জালের মাঝে, . আনছে যত মীন | জেলে সকল জানে, ভোলা মন, মন রে আমার . জেলে সকল জানে, যা যেখানে . রয় না ছাপা লুকালে || . যাদের কিছু সাধন-বল আছে, . তারা ছিঁড়ে ছুটে, এ জাল কেটে . পাশিয়ে যেতেছে | ও তোর কোথায় সে বল, আরো কেবল, . বাঁধিয়ে নিলি ফাঁস গলে || . বিপদকালে ঘটে রে জঞ্জাল, এ দীন বাউল বলে কলেবলে কাটল না রে জাল ও সেই কাল-নিবারণ ভোলা মন মন রে আমার . ও সেই কাল-নিবারণ হরির চরণ . করো স্মরণ এই কালে ||
বাঁশের দোলাতে উঠে, কে হে বটে, শ্মশানঘাটে যাচ্ছ চলে | সঙ্গে সব কাঠের ভরা, ( হায় কী দশা ) সঙ্গে সব কাঠের ভরা, লটবহরা, জাত-বেহারার কাঁদে দুলে | ওই শুনো ঘরে পরে, সবাই কাঁদে, ছেলেরা কাঁদে বাবা বলে | কোথা সে সব মমতা, (হায় রে দশা ) কোথা সে সব মমতা, কও না কথা, এখন কি তা ভুলে গেলে || ঘুরে যে দিল্লি লাহোর, ঢাকা-শহর, টাকা মোহর নিয়ে এলে, খেতে না পয়সা সিকি, ( হায় রে দশা ) খেতে না পয়সা সিকি, কও হে দেখি, তার কিছু কি সঙ্গে নিলে? রং বিরং শালের জোড়া, গাড়ি ঘোড়া, চেন ঘড়ি সব কোথায় থুলে || হবে যে এমন দশা, ( হায় কী দশা ) হবে যে এমন দশা, দশম দশা, জীবদ্দশায় ভুলে ছিলে || শত্রুতা প্রকাশিতে, যাথে সাথে, হরষেতে সেই সকলে | বলছে ভাই ভালোই হল, ( ওই দেখ সব ) বলছে ভাই ভালোই হল, বালাই গেল, হাড় জুড়ালো, এত কালে || খেদে দীন বাউলে কয়, এ সমুদয়, . দেখে শুনেও লোক সকলে, . একটি দিন এ ভাবনা, . হায় কী দশা একটি দিন এ ভাবনা, . কেউ ভাবে না, বিষয়মদে থাকে ভুলে ||
এসে সংসার প্রবাসে, আশার বসে, . করো কী অসার ভাবনা | যে কাজে, ভবে আসার, ( ও ভোলা মন ) যে কাজে, ভবে আসার, হবে সুসীর, . কেন রে সেই সার ভাবো না || যে কালে বাঁধবে কালে, বিপদকালে, . দুখের পারাপার রবে না | . সেই কালে জানবে রে মন, ( ও ভোলা মন ) সেই কালে জানবে রে মন, শমন কেমন, কেমন এ বিষয়-ভাবনা | এ যাদের ভাবছ আপন, নিশির স্বপন, সাথের সাথী কেউ হবে না | যে সময়, ধরবে শমন, ( ও ভোলা মন ) যে সময়, ধরবে শমন, মুদে নয়ন, আপন বলে কেউ ছোঁবে না || যত সব পয়সা কড়ি, কচ্ছ দেড়ী, ঘর বাড়ি সঙ্গে যাবে না | কেবল পাঁচ কড়াকড়ি, ( ও ভোলা মন ) কেবল পাঁচ কড়াকড়ি, কলসি দড়ি, কাঠখড়ি আর চটবিছানা || শ্মশানের ধার শুধিয়ে, ছড়া দিয়ে, নেয়ে ধুয়ে বন্ধু জানা | সিন্দুকের তালা খুলে, ( ও ভোলা মন ) সিন্দুকের তালা খুলে, দেখবে তুলে, . নগদ কিছু আছে কিনা | খেদে দীন বাউল বলে, মনে বিফলে, . মায়ায় ভুলে আর থেকো না | পলকের নাই ভরসা, ( ও ভোলা মন ) পলকের নাই ভরসা, কীসের আশা, . শেষের উপায় তাই দেখো না ||