কবি ডলি মিদ্যার কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। www.milansagar.com |
অহংকারের চিতা ডলি মিদ্যা ভেবে দেখো, সময় তো নেই যাবার বেলা শেষ খেলা মৃত্যু দাঁড়িয়ে যুদ্ধের দাদামা বাজে, মাঠে ঘাটে জ্বলছে দাবানল, পিছোবার পথ নেই কথা দেওয়া আছে | মৃত্যু আসছে পিছে পিছে পালাবার চেষ্টা মিছে মাঠে ঘাটে এসেছে জোয়ার দাম্ভিক, থাকো দূরে চৃর্ণ হোক শেষ অহংকার | যুবতী নারী ধর্ষণে ধর্ষণে হচ্ছে ক্ষীণ মৌন মুক শব্দহীন শিশুদের জরাসন্ধ করে ভাসাও নদীর জলে না গর্ত খুঁড়ে! অনেক উঁচুতে উঠতে চাও | তাকাও না পিছনে ফিরে জ্বলছে শ্মশানে চিতা অনেক এবার জ্বলন্ত অগ্নিপিণ্ড কার অপেক্ষায়! . ************** . উপরে . অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত . সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত এই কবিতাটি দুর্গাদাস মিদ্যা সম্পাদিত 'আরাত্রিক' পত্রিকার প্রতিবাদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল | মিলনসাগর |
[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্ লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা, কবিতা বা তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা https://www.milansagar.com/index.html এ দয়া করে একটি ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্ লগ্ বা সাইট থেকে, ধন্যবাদ ! ] |