দুর্গাদাস মিদ্যা
জন্ম ১৫ আগস্ট ১৯৪৭
কবি দুর্গাদাস মিদ্যা -র জন্ম পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার খুলিয়ামুড়ি ডাকঘর অন্তর্গত গেঙ্গারী গ্রামে | পিতা নারায়ণ চন্দ্র
মিদ্যা এবং মাতার নাম বাসন্তি রাণী মিদ্যা | কবি ১৯৬৬ সালে বাঁকুড়া ক্রিশ্চান কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন | এর পর শুরু হয়
কর্ম জীবন | ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার বাঁকুড়া শাখায় যোগদান করে, নানা জায়গা ঘুরে, কলকাতায় বসবাস শুরু করেন এবং ৩০
বছর কর্মজীবনের পর ২০০১ সালে অবসর গ্রহণ করেন |

কবিতা লেখার প্ররণা প্রথমে অবশ্যই পান পিতার কাছ থেকে এবং পরবর্তীতে
রবীন্দ্রনাথ,  বিবেকানন্দ,  নজরুল এবং শরত্চন্দ্রের দ্বারা
প্রভাবিত হন |
জীবনানন্দ  তাঁর প্রিয় কবি |  ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তাঁর নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের
ব্যক্তিত্ব কবিকে ভীষণভাবে উদ্দীপ্ত করে | সেই আন্দোলন কবিকে এতটাই নাড়া দেয় যে প্রায় ৭০ টি কবিতা রচনা করে ফেলেন |  
এভাবেই তাঁর কবিতার জগতে প্রবেশ ঘটে |

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বঙ্গভাষা সংস্কৃতি সমিতি প্রকাশিত "একঝাঁক কবিতা ও বুনো হাঁস", প্রিয়শিপ্প প্রকাশন প্রকাশিত
"সাত সকালের স্বপ্ন" | এছাড়া তাঁর স্ত্রী ডলি মিদ্যার সহায়তায় ১৯৯৪ সাল থেকে ধারাবাহিকভাবে, তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়ে আসছে
little magazine "আরাত্রিক", যার বেশ কয়কটি সংখ্যা - যেমন "নেতাজী", "রামকীঙ্কর বেজ", "আন্তর্জাতিক নারী দিবসের দেড়শো বছর"
প্রভৃতি সংখ্যা বেশ আলোড়ণ তুলেছে | এই কাজে তাঁকে সাহায্য করেন তাঁর স্ত্রী কবি
ডলি মিদ্যা |

ভারতের স্বাধীনতা দিবসে জন্মানো এই কবি স্বাভাবিকভাবে স্বাধীনতা নিয়ে কখনও আপোস করেন নি |  আমরা তাঁকে তাঁর কবিতার
মধ্য দিয়ে বারবার গর্জ্জে উঠতে দেখেছি গত দুবছরের
সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের  সময় কালে |  এখানে আমরা কবির নিজের চয়ন
করা তাঁর কিছু কবিতা এবং নানা পত্র-পত্রিকা থেকে, আমাদের সংগ্রহিত, তাঁর কিছু
সিঙ্গুর-নন্দীগ্রামের কবিতা তুলে দিতে পেরে
যারপরনাই গর্বিত বোধ করছি |

কবির সাথে যোগাযোগের ঠিকানা :
২৪/৬ নাবালিয়া পাড়া রোড, কলকাতা ৭০০০০৮, দূরভাষ - ৯১ ৩৩ ২৪৯৪০৯২২

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in
কবি দুর্গাদাস মিদ্যার কবিতা   
HOME
HOME BANGLA