দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
১।     ভারত-ললনা       
২।     
ঙ্গনারী      
     
 
*
ভারত-ললনা
(জাতীয় সংগীত থেকে নেওয়া)


না জাগিলে সব ভারত-ললনা,
এ ভারত আর জাগে না জাগে না |
অতএব জাগ, জাগ গো ভগিনি,
হও "বীরজায়া, বীর-প্রসবিনী" |
শুনাও সন্তানে, শুনাও তখনি,
বীর-গুণগাথা, বিক্রম-কাহিনী,
স্তন্যদুগ্ধ যবে পিয়াও জজনী |
বীরগর্বে তার নাচুক ধমনী,
তোরা না করিলে এ মহাসাধনা,
এ ভারত আর জাগে না জাগে না |  


.          ****************                                             
উপরে


মিলনসাগর
*
বঙ্গনারী
(জাতীয় সংগীত থেকে নেওয়া)


কি পাপে পাঠালে বিধি করে বঙ্গনারী |
প্রকৃতিরঞ্জিত ছবি জন-মনোহারী ||
জলে স্থলে শূণ্যে একা, সুরূপ লাবণ্যমাখা |
এ পোড়া নয়ন আছে দেখিতে না পারি |
পিঞ্জরের পাখীসম, দিবানিশি অষ্ট যাম,
ঘুরে ফিরে এক ঠাঁই, বার বার তা নেহারি |
সেই বাড়ী সেই ঘর, সেই দ্বার নিরন্তর,
দেখে দেখে ক্লান্ত আঁখি আর ত দেখিতে নারি |
এ চক্ষের কি এই ফল, দিবানিশি অশ্রুজল,
বহিছে অজস্রধারে, যেন নির্ঝরের বারি |
মোরে অন্ধকারে রাখ, প্রকৃতির রূপ ঢাক,
তামসী নিশার সম ঘোর আঁধার প্রসারি ||  


.          ****************                                             
উপরে


মিলনসাগর