কবি গদাধর মুখোপাধ্যায় - বিখ্যাত কবিয়াল রাম বসুর পরবর্তী, প্রসিদ্ধ কবিগীতি রচয়িতা | রাম বসুর ন্যায় আসরে বসেই প্রতিপক্ষের গানের উত্তর রচনায় ইনি বিশেষ নিপুন ছিলেন |
কালী-ঘাটের সখের দলে এবং ভোলাময়রা, লক্ষ্ণীনারায়ণ যোগী, বলরাম বৈষ্ণব, হরিমোহন বন্দ্যোপাধ্যায়, নীলু পাটুনি প্রভৃতি কবিওয়ালাদের দলে, ইনি গান রচনা করে দিতেন |
তাঁর রচিত প্রায় সকল গানই বিশুদ্ধ ভাবমূলক ও কবিত্বপূর্ণ | তিনি যখন যে দলের বাঁধনদার নিযুক্ত হতেন, তখন সেই দলেরই প্রতি-পত্তি বেড়ে যেত | অনেক সময় তাঁকে গান-বাঁধনদার নিযুক্ত করা নিয়ে, কবি-ওয়ালাদের মধ্যে প্রতিযোগিতা চলত |
আমাদের কাছে কবি গদাধর মুখোপাধ্যায়ের কোনো ছবি নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির ও তথ্যে সাখে উল্লেখ করবো | আমাদের ঠিকানা- srimilansengupta@yahoo.co.in