কবি গৌতমেন্দু নন্দী -র জন্ম পশ্চিম বঙ্গের বালুরঘাট শহরে |
তিনি রসায়ণে স্নাতকোত্তর | পেশায় শিক্ষক |
গান শোনা, বই পড়া, ভ্রমণ এবং ছবি আঁকা তাঁর শখ | বহু পত্র পত্রিকার অলঙ্করন করেছেন তিনি, যেমন জলপাইগুড়ি থেকে ২০০৮ সালে প্রকাশিত কিরাত ভূমির কবিদের কবিতা সংকলন "কাব্য বৈদুর্য" |
লেখেন ছড়া, কবিতা, গল্প, রম্যরচনা ও ভ্রমণ কাহিনী | "সন্ত্রাসে নয়" নামে হাতে লেখা কবিতার অনুপত্রিকা বার করেছেন সম্প্রতি | জলপাইগ্ড়ির সাংস্কৃতিক মহলে তিনি এক অতি পরিচিত নাম | তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে "মিলেমিশে" (ছড়া), "পুনশ্চরণ" (ছড়া), "দীক্ষণ" (কবিতা সংকলন) |
নিয়মিত লিখছেন বিভিন্ন দৈনিক সংবাদ পত্রে এবং লিটিল ম্যাগাজিনে ||