গোবিন্দচন্দ্র রায়
১৮৩৮ ~ ১৯১৭
কবি গোবিন্দচন্দ্র রায়
উনবিংশ শতাব্দীর কবিদের একজন | তিনি পেশায় চিকিত্সক ছিলেন
কিন্তু কবি হিসেবে বিশেষ প্রসিদ্ধি লাভ করেছিলেন |
"গীতিকবিতা" (১ম - ১৮৮১, ২য় - ১৮৮২, ৩য় ও ৪র্থ - ১৮৮৩) গ্রন্থে তাঁর সমগ্র কাব্য রচনা সংকলিত
হয়েছে | "ভারত বিলাপ" "যমুনা লহরী" তাঁর অতি পরিচিত কবিতা |
তিনি শেক্সপীয়রের "রোমিও ও জুলিয়েত" (১৮৮৭) এবং
All Well that Ends Well
"ভিষক দুহিতা"
(১৮৮৮) নামে অনুবাদ করেন |
. --- উত্স:
ডঃ শিশির কুমার দাশ
, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
আমাদের ঠিকানা :
srimilansengupta@yahoo.co.in
গোবিন্দচন্দ্র রায়ের কবিতা
আমাদের কাছে
কবি গোবিন্দচন্দ্র রায়ের
কোনো ছবি
নেই | একটি ছবি আমাদের কাছে
পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে
প্রেরকের নাম এইখানে ছবির সাখে
উল্লেখ করবো |
আমাদের ঠিকানা-
srimilansengupta@yahoo.co.in