কবি গোঁজলা গুঁই - রাসু নৃসিংহ, লালু নন্দলাল, প্রভৃতি কবিগীতির প্রথম প্রবর্তকগণের সমসাময়িক ছিলেন |
"তাঁর রচিত দুই একটি গানে বিশেষ গুণপনা দেখা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর রচিত অন্যান্য গান এখন এক প্রকার দুষ্প্রাপ্য |" --- ১৯০৫ সালে এই কথা লিখেছেন দুর্গাদাস লাহিড়ি তাঁর “বাঙালীর গান” সংকলনে | তাই বর্তমানে তাঁর অন্যান্য গান পাবার আশা অতি ক্ষীণ |
অনেকে মনে করেন তিনিই বাংলায় কবিগানের প্রবর্তক | লালু নন্দলাল, রামজী এবং রঘুনাথ দাস প্রভৃতি কবিয়ালেরা গোঁজলা গুঁই-এর শিষ্য ছিলেন |
আমাদের কাছে কবি গোঁজলা গুঁই-এর কোনো ছবি নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির ও তথ্যে সাখে উল্লেখ করবো | আমাদের ঠিকানা- srimilansengupta@yahoo.co.in