এক সময়ে দুর্গোত্সব উপলক্ষে চুঁচুড়ার কোনো বিশিষ্ট লোকের গৃহে আনটুনি সাহেবের কবি গান হয় | আনটুনির নিকট তখন গোরক্ষনাথের অনেক বেতন পাওনা ছিল | তাই তিনি আনটুনিকে বলেন যে, তাঁহার সমস্ত বেতন পরিশোধ করে না দিলে নতুন আগমনি গান তিনি আর বেঁধে দেবেন না | সাহেব তাতে রেগে যান এবং নিজেই আগমনি গান রচনা করে সে আসর রক্ষা করেন |
১৯০৫ সালে দুর্গাদাস লাহিড়ি লিখেছেন গোরক্ষনাথের অধিকাংশ গান তখনই দুষ্প্রাপ্য | তাঁর গানে রচনা-মাধুর্যের বিশেষ পরিচয় পাওয়া যায় |
আমাদের কাছে কবি গোরক্ষনাথ-এর কোনো ছবি নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির ও তথ্যে সাখে উল্লেখ করবো | আমাদের ঠিকানা- srimilansengupta@yahoo.co.in