হরিশচন্দ্র নিয়োগী
১৮৫৪ ~ ১৯৩০
হরিশচন্দ্র নিয়োগী   উনবিংশ শতাব্দীর শেষ দিকের বিশিষ্ট কবি |

তাঁর রচিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "দুঃখসঙ্গিনী" (১৮৭৪), "বিনোদমালা" (১৮৭৮),
"মালতীমালা" (১৮৯৯), "সন্ধ্যামণি" (১৯২৬) প্রভৃতি |   

"দুঃখসঙ্গিনী" প্রসঙ্গে  
রবীন্দ্রনাথ লিখেছেন . . .
"দুঃখসঙ্গিনীতে আর্যসঙ্গীত নাই, আর্য রক্ত নাই, যবন নাই, রক্তারক্তি নাই, ইহাতে
হৃদয়ের অশ্রুজল, হৃদয়ের রক্ত ও প্রেম ভিন্ন আর কিছু নাই |"

প্রিন্স অফ্ ওয়েলস্-এর ভারত-আগমন উপলক্ষে কবি হরিশচন্দ্র "ভারতের সুখ"
নামক একটি কাব্য রচনা করেন |
                 
.                        --- উত্স:  
ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩

আমাদের যোগাযোগের ঠিকানা :
srimilansengupta@yahoo.co.in
কবি হরিশচন্দ্র নিয়োগীর কবিতা
HOME
HOME BANGLA
আমাদের কাছে
কবি হরিশচন্দ্র নিয়োগীর
কোনো ছবি নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে
আরও তথ্য আমাদের কাছে পাঠালে আমরা
কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে
ছবির সাখে উল্লেখ করবো |

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in