হরু ঠাকুর-এর কবিগান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
১।
শুভ সপ্তমীতে শুভ যোগেতে উমা এলেন হিমালয়ে
২।
শ্যামের ঐ গুণেতে ঝোরেগো নয়ন
৩।
অকূলো পাথারেতে
৪।
সখিরে রসালো আলসে
৫।
মানিনী শ্যামচাঁদে, কি অপরাধে
[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা, তথ্য,
কবিতা বা তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা
https://www.milansagar.com/index.
html
এ দয়া করে একটি ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্লগ্ বা সাইট থেকে, ধন্যবাদ ! ]
**
(উত্স - শ্রী কমলকুমার গঙ্গোপাধ্যায়, শাক্ত-পদ সাহিত্য ও শাক্ত-পদাবলী চয়ন)
শুভ সপ্তমীতে শুভ যোগেতে উমা এলেন হিমালয়ে |
কোরে নিরিক্ষণ, চক্ষে হেরে চাঁদ-বদন, অভয়ায় গিরিরাণী কয়---
"আয় মা পূর্ণ-শশী, স্বর্ণ-শশী বিধি আমায় দিয়েছে,
একবার আয়গো মা কোলে, ডাকো "মা" বোলে,
. পাষাণেতে পদেম ফুটেছে |"
গেলো মনোদুঃখ দূরে, তোমার বিধুমুখ হেরে,
এলে করুণাময়ী মা করুণা কোরে ||
বলো মা আমার কাছে, জামাই শিব এখন কেমন আছে ?
শিবের সুমঙ্গল শুনিলে সকল, শুনলে পরে আমার প্রাণ বাঁচে |
মনে করতেম আমি সদাই বাসনা, উমা-ধনে আনতে যাই |
ভাবতেম মনেতে, কাঁদতেম নিশি-দিনেতে,
. চলিবার কিছু শক্তি নাই |
গিরি প্রাণ বাঁচালে তোমায় এনে, পূর্ণ হোল বাসনা,
. ঘুচলো বেদনা সকল যন্ত্রণা ;
তুমি না এলে এখন, যেতো মা জীব,
. মায়ে ঝিয়ে দেখা হোত না |
এখন জুড়ালো হৃদয়, দুঃখ গেল সমুদয়,
হলো কোটি চন্দ্র উদয় এ গিরিপুরে
. ************************
সূচিতে ফেরত
মিলনসাগর
**
(উত্স - ডঃ শ্রীপ্রফুল্লচন্দ্র পাল, প্রাচীন কবিওয়ালার গান)
শ্যামের ঐ গুণেতে ঝোকেগো নয়ন |
সে যে বিপদে মধুসূদন ||
নাম ধরে, ত্রিসংসারে, ত্রিলোকো তারণ
মহাঘোরে বিপত্তি কালে |
যে ডাকে শ্রীকৃষ্ণ বোলে ||
সে সঙ্কটে কৃষ্ণ তারো করেন্ দুখো নিবারণ ||
সাধে কি আমারো মন কৃষ্ণ প্রতি ধায় |
কি গুণে বেঁধেছে, পাসরিতে, নারি তায় ||
যত লীলা করছেন মাধব্ |
অন্তরে জাগিছে সে সব ||
বাঁচাইলেন ব্রজপুরী, ধরি গিরি গোবর্দ্ধন ||
. ************************
সূচিতে ফেরত
মিলনসাগর
**
(উত্স - ডঃ শ্রীপ্রফুল্লচন্দ্র পাল, প্রাচীন কবিওয়ালার গান)
অকূলো পাথারেতে
ডোবে নৌকা রাখ ওহে রাধানাথ ||
তরি করে টলো টলো, কি হলো, কি হলো
জলেতে ডুবিলো অকস্মাৎ |
প্রতিদিনো হরি, এই তরি, লোয়ে করি যাতায়াত
এমনো সঙ্কটে ঠেকিনি কখনো
তোমারো চরণো প্রসাদাৎ |
. ************************
সূচিতে ফেরত
মিলনসাগর
**
(উত্স - ডঃ শ্রীপ্রফুল্লচন্দ্র পাল, প্রাচীন কবিওয়ালার গান)
সখিরে রসালো আলসে |
গত দিবসেরো রজনী শেষে ||
অচেতন হ'য়ে সুখো আবেশে |
শ্যামের অঙ্গে পদ থুয়ে শ্যামেরে হারায়ে
কেঁদেছিলাম কত হুতাশে |
যে বিচ্ছেদো ডরে, পরাণো শিহরে
তাই ঘটেছিলো সই, |
অমনি কম্পান্বিতো হৃদি, হেরে শ্যামনিধি,
হরে নিলো বিধি কি দোষে ||
রাই , অত্যন্ত কাতরা, নয়নেতে ধারা
বহিছে কহিছে ওহে শ্যাম্ |
তব দরশনো, আকাঙ্খী যে জনো,
তার প্রতি কেন হোলে বাম ||
কোন সখী কহে, হেথা থাকা নহে এ বনো অতি দুর্গম
আনি সুশীতল বারি, কোন সহচরী বদন দিতেছে হুতাশে ||
. ************************
সূচিতে ফেরত
মিলনসাগর
**
(উত্স - ডঃ শ্রীপ্রফুল্লচন্দ্র পাল, প্রাচীন কবিওয়ালার গান)
মানিনী শ্যামচাঁদে, কি অপরাধে
তুমি হোয়েছো রাধে ||
ঠেকিলাম্ আজু এ কি প্রমাদে!
ম্লানো শশিমুখো কেনগো রাই, হেরিগো
আজু এত আহ্লাদে ||
এই দেখে এলেম্ শ্রীকৃষ্ণ সহিতে হাস্য কৌতুকে |
ছিলে গো রাই, দোঁহে অতি পুলকে ||
ইতি মধ্যে বিচ্ছেদো অনল্,
উঠিলো কি বাদানুবাদে || . . . .
. ************************
সূচিতে ফেরত
মিলনসাগর