কবি যজ্ঞেশ্বরী-র গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কর্মক্রমে আশ্রমে সখা হলে যদি অধিষ্ঠান ;
.        হেরে মুখ, গেল দুঃখ,
.        দুটো কথার কথা বলি প্রাণ  ||
.        আমায় বন্দী করে প্রেমে,
.        এখন ক্ষান্ত হলে হে ক্রমে ক্রমে,
.        দিয়ে জলাঞ্জলি এ আশ্রমে  |
আমি কুলবতী নারী, পতি বই আর জানিনে ;
.        এখন অধীনী বলিয়ে ফিরে নাহি চাও ;
.        ঘরের ধন ফেলে প্রাণ---
.        পরের ধন আগুলে বেড়াও |
.        নাহি চেন ঘর বাসা, কী বসন্ত কী বরষা,
.        সতীরে করে নিরাশা
.        অসতীর আশা পুরাও |
রাজ্যে থেকে ভার্যের প্রতি কার্যে না কুলাও ||
.        তোমার মন হল বার বাগে,
.        গেল জন্মটা ওই পোড়া রোগে,
.        আমার সঙ্গে দেখা দৈবার্থ যোগে |
.        কথা কহিছ আমার সনে,
.        মন রয়েছে সেখানে,
প্রাণমনে কর সখা, পাখা হলে উড়ে যাও ||


.                 ****************                                                  
উপরে


মিলনসাগর
*
.   অনেক দিনের পরে, সখা তোমারে,
.          দেখতে পেলাম চোখেতে |
ভালো বলো দেখি, তোমর সখার সংবাদ,
.   ভালো তো আছেন প্রাণেতে ||
.  তার মনে তো নাই এ অধীনীরে,
.  নবীনার প্রণধন, হয়ে তিনি এখন,
.       ভেসেছেন সুখসাগরে |
ভালো সুখে থাকুন তিনি, তাতে ক্ষতি নাই,
আমায় ফেলে গেলেন কেন শাঁখের করাতে ||
.              বলো বলো প্রাণনাথেরে,
.    বিচ্ছেদকে তাঁর ডেকে নে যেতে |
যদি থাকে ধার, না হয় সুধেই আসব তার ;
কেন তসিল করে পোড়া মসিল বরাতে |
আমার হল উদোর বোঝা বুধোর ঘাড়েতে ||
.     তিনি প্রাণ লয়ে হে হলেন স্বতন্তর,
.         মদন তা বুঝে না, বললে শুনে না,
.       আমার ঠাঁই চাহে রাজকর |
.     দেখি ধাপ দেশের পাপ বিচার,
.        দোহাই আর দিব কার,
.   সদা প্রাণ বধে কোকিল কুহুস্বরেতে ||


.                 ****************                                                  
উপরে


মিলনসাগর